ভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করেছে।
রোববার (২৮ ডিসেম্বর) সাড়ে ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মাহবুবুল আলম। তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিয়ে করা মন্তব্য আমাদের নজরে এসেছে। দেশটিতে বাংলাদেশ বিরোধী মতামত প্রতিষ্ঠার চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘ভারতের সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় ঢাকা উদ্বিগ্ন। এসব ঘটনাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বাংলাদেশ। ভারত সরকারকে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করার এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান ঢাকার।’
জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মাহবুবুল আলম বলেন, ‘ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেফতারের খবর পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’
এসএস/টিএ