মিডিয়ার প্রবেশ ছিল না অভিষেক-ঐশ্বর্যার বিয়েতে। অথচ তাঁদের বিয়ে নিয়ে উন্মাদনা ছিল দর্শক ও সাধারণ মানুষের মধ্যে। তখন নাকি অমিতাভ বচ্চনের বাড়ির বাইরে হাজার হাজার মানুষের ভিড় জমে গিয়েছিল।
২০০৭ সালের ১৯ এপ্রিল বিয়ে হয় অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের। মিডিয়ার প্রবেশ ছিল না সে বিয়েতে। অথচ তাঁদের বিয়ে নিয়ে উন্মাদনা ছিল দর্শক ও সাধারণ মানুষের মধ্যে। তখন নাকি অমিতাভ বচ্চনের বাড়ির বাইরে হাজার হাজার মানুষের ভিড় জমে গিয়েছিল। রীতিমতো পুলিশ মোতায়েন করতে হয়। অভিযোগ, তখন নাকি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বচ্চন পরিবারের তরফে।
মুম্বইয়ের বিখ্যাত ‘প্রতীক্ষা’র অন্দরেই বসেছিল সেই বিয়ের আসর। জুহুর এই বাড়িতেই জীবনের বড় অংশ কাটিয়েছে বচ্চন পরিবার। অমিতাভের বাসভবন ‘জলসা’ থেকে ঘোড়ায় চেপে ‘প্রতীক্ষা’য় বিয়ে করতে যান অভিষেক। রাজকীয় বিয়েবাড়ির এক ঝলক দেখতে বাড়ির বাইরে গাছের উপরেও নাকি উঠে গিয়েছিল সাধারণ মানুষ। যদিও দেখতে পাওয়া যায়নি কিছুই। কারণ গোটা বাড়ি ঢেকে রাখা হয়েছিল।
সম্প্রতি পাপারাৎজ়িদের পোশাক নিয়ে মন্তব্য করেন জয়া। এমনকি তিনি প্রশ্ন তোলেন তাঁদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও। এ বার ছবিশিকারিরা মুখ খুললেন বচ্চনদের দুর্ব্যবহার নিয়ে।
সম্প্রতি তাঁরা জানান, বচ্চনদের বিয়েবাড়ির বাইরে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষীরা নাকি বন্দুকের কোনা দিয়ে তাঁদের মারে, লাঠি উঁচিয়ে তাড়া পর্যন্ত করে। তাঁদের অভিযোগ, সে দিন বহু চিত্রগ্রাহক আহত হয়েছিলেন। অবশ্য ছেলের বিয়ে হওয়ার পরে সাংবাদিক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে অমিতাভ বচ্চন বলেছিলেন, ‘‘যাঁর যা অসুবিধা হয়েছে, তার জন্য দুঃখিত। বিয়েটা আমরা পরিবার ও ঘনিষ্ঠদের নিয়েই সারতে চেয়েছিলাম।’’
আইকে/টিএ