৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিআরটিসি শাটল বাস সার্ভিসের উদ্ভোধন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) এ সার্ভিসের উদ্ভোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ বিআরটিসির পরিচালকরা।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন নির্ধারিত সময়সূচী অনুযায়ী, বিআরটিসি শাটল বাস সার্ভিস শনিবার শুরু হলো। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রুট থেকে বিআরটিসির ওই শাটল বাস সার্ভিস মেলা সমাপনী দিন পর্যন্ত চলবে।
বাণিজ্য মেলায় যাতায়াতকারী যাত্রী সাধারণের যাত্রা সহজ করতে এবার অনলাইন ও অফলাইন দুভাবেই টিকিট সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে। নির্দিষ্ট কাউন্টারের পাশাপাশি বিআরটিসি’র ওয়েবসাইট থেকেও অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইনে টিকিট প্রাপ্তির ঠিকানা- www.brtc.gov.bd
বিরতি স্থান (স্টপেজ) : বাণিজ্য মেলার উদ্দেশে কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান)/ খামারবাড়ী), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী ও গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিআরটিসির শাটল বাস চলাচল শুরু হবে। মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ ট্রিপ ছেড়ে আসবে রাত ১১টায়।
ভাড়া : কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ ৪০ টাকা, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে মেলা প্রাঙ্গণ ৭০ টাকা, সাইনবোর্ড থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে মেলা প্রাঙ্গণ ১২০ টাকা, নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) মেলা প্রাঙ্গণ ৭৫ টাকা।
এসকে/টিকে