যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নতুন সুযোগ সৃষ্টি করবে এবং দেশটির বিশাল শক্তি খাতে যুক্তরাষ্ট্রের তেল কম্পানিগুলো বিনিয়োগ করবে। খবর আল জাজিরার।
ট্রাম্প দাবি করেছেন, ‘যে তেল ব্যবসা ভেনেজুয়েলায় চলছে, তা দীর্ঘ সময় ধরে একেবারেই ব্যর্থ। তারা প্রায় কিছুই উৎপাদন করতে পারছিল না, যা করার সক্ষমতা ছিল তার তুলনায়।’
তিনি আরো বলেন, ‘আমাদের বড় বড় মার্কিন তেল কম্পানি— যেগুলো বিশ্বের সেরা। সেখানে যাবে, বিলিয়ন ডলার খরচ করে ভাঙাচোরা তেল অবকাঠামো সংস্কার করবে এবং দেশটির জন্য লাভবান হবে।’
সূত্র : আল জাজিরা