ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সব দেশেরই ‘আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত’।
শনিবার লন্ডনে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভেনেজুয়েলায় বড় আকারের সামরিক অভিযান এবং মাদুরোকে আটকের ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়া এল। চলমান পরিস্থিতিকে ‘দ্রুত পরিবর্তনশীল’ হিসেবে আখ্যা দিয়ে স্টারমার স্পষ্ট করে জানান, ‘এই অভিযানে যুক্তরাজ্য কোনোভাবেই জড়িত ছিল না।’ এছাড়া ঘটনার প্রকৃত তথ্য যাচাইয়ের জন্য তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনের ফলাফলকে যুক্তরাজ্য এখনো স্বীকৃতি দেয়নি। ওই নির্বাচনে মাদুরো তৃতীয় মেয়াদে জয়ী হওয়ার দাবি করলেও যুক্তরাজ্য সেখানে একটি ‘শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে ক্ষমতার হস্তান্তর’ দাবি করে আসছে।
ইউটি/টিএ