ভেনেজুয়েলায় সাম্প্রতিক নাটকীয় ঘটনাপ্রবাহের পেছনে গোপন সমঝোতা থাকতে পারে বলে মন্তব্য করেছেন লুসিয়া নিউম্যান। তিনি বুয়েনোস আইরেসভিত্তিক আল জাজিরার লাতিন আমেরিকা সম্পাদক।
তিনি বলেন, ঠিক ৩০ বছর আগে আজকের দিনেই তিনি পানামায় ছিলেন, যখন যুক্তরাষ্ট্র দেশটির সামরিক শাসক জেনারেল ম্যানুয়েল নরিয়েগাকে আটক করে নিয়ে যায়।
সে সময় নরিয়েগাকে আটকের কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্র পানামায় সামরিক অভিযান চালায়। এরপর দ্রুতই যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় একটি নতুন সরকার ক্ষমতায় আসে। এমনকি যিনি তখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তিনি শপথ নেন একটি মার্কিন সামরিক ঘাঁটিতে। ফলে এই ঘটনার একটি ঐতিহাসিক নজির রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তার মতে, ভেনেজুয়েলায় যা ঘটেছে, তা অপ্রত্যাশিত ও বিস্ময়কর। বিশেষ করে কট্টরপন্থী ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সামনে আনার বিষয়টি চমক জাগিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট হুগো চাভেজ এবং পরে নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী ছিলেন। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকে ইঙ্গিত মিলছে যে, ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্র যা চায়, তাতেই সম্মত হয়েছেন—যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে।
এই প্রেক্ষাপটে তিনি ধারণা করছেন, গত কয়েক সপ্তাহ বা এমনকি কয়েক মাস ধরেই পর্দার আড়ালে একটি সমঝোতা চলছিল। এতে ভেনেজুয়েলার উচ্চপর্যায়ের বহু সামরিক কর্মকর্তাও যুক্ত থাকতে পারেন, যার ফলে এই পুরো ঘটনাপ্রবাহ সম্ভব হয়েছে।
তিনি বলেন, ‘এখন আমার মনে হচ্ছে, যা ঘটেছে তা হঠাৎ নয়—এর পেছনে দীর্ঘদিনের প্রস্তুতি ও গোপন সমঝোতা কাজ করেছে।’
ইউটি/টিএ