ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের অফিসিয়াল ‘র্যাপিড রেসপন্স’ অ্যাকাউন্ট। ভিডিওতে তাকে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ-এর হেফাজতে হাতকড়া পরা অবস্থায় হাঁটতে দেখা যায়, যা সাধারণত অভিযুক্তদের ক্ষেত্রে ব্যবহৃত ‘পার্প ওয়াক’ হিসেবে পরিচিত।
‘র্যাপিড রেসপন্স ৪৭’ অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, “Perp walked।” ফুটেজে দেখা যায়, কালো হুডি পরা মাদুরো নিউইয়র্কের ম্যানহাটনে ডিইএ কার্যালয়ের একটি নীল কার্পেট বিছানো করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছেন, যেখানে ‘DEA NYD’ লেখা রয়েছে। জানা গেছে, সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে প্রসেস করা হয় এবং আঙুলের ছাপ নেওয়া হয়।
ভিডিওতে আরও দেখা যায়, ডিইএ এজেন্টদের সঙ্গে হাতকড়া পরা অবস্থায় হাঁটতে হাঁটতে মাদুরো ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন। যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার পর তিনি বলেন, “গুড নাইট।”
এরপর তিনি নিজেই স্প্যানিশ ভাষায় প্রশ্ন করেন, “Es buenas noches, no?”যার অর্থ, “এটা তো ‘গুড নাইট’, তাই না?”
পরে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে আবার ইংরেজিতে “গুড নাইট” বলেন মাদুরো। শেষ মুহূর্তে তুলনামূলক প্রাণবন্ত কণ্ঠে তিনি যোগ করেন, “হ্যাপি নিউ ইয়ার।”
এই ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত নেতার এমন দৃশ্য যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: সিএনএন
এসএস/টিকে