ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট দেয়ার ঘোষণা ইলন মাস্কের স্টারলিংকের

ভেনেজুয়েলায় সাম্প্রতিক অস্থিরতার মধ্যে দেশটির ইন্টারনেট সংযোগ নিয়ে নতুন ঘোষণা দিয়েছে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভিযানের পর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার মানুষ বিনামূল্যে এই সেবা ব্যবহার করতে পারবেন। দেশটিতে আগে থেকেই অনলাইন সেন্সরশিপ ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ইন্টারনেট সংযোগ সমস্যায় ভুগতে হচ্ছে ব্যবহারকারীদের। খবর সিএনএন

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের স্টারলিংক জানিয়েছে, ভেনেজুয়েলায় আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড সেবা দেয়া হবে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পর এ ঘোষণা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সেবা ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স পরিচালনা করে। কক্ষপথে থাকা উপগ্রহের নেটওয়ার্কের মাধ্যমে এটি মোবাইল ব্রডব্যান্ড সরবরাহ করে থাকে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স–এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী এই প্রতিষ্ঠানটি বলেছে, ভেনেজুয়েলায় ‘নিরবচ্ছিন্ন সংযোগ’ নিশ্চিত রাখার প্রতিশ্রুতি দিয়েছে তারা। দেশটিতে অনলাইন সেন্সরশিপের অভিযোগ রয়েছে এবং মাদুরো সরকার এর আগে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছিল।

নেটব্লকসের ডেটা দেখায়, শনিবার কারাকাসের কিছু এলাকায় হঠাৎ করে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের মতে, ‘যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় বিদ্যুৎ বিভ্রাটের’ কারণে এমনটা হয়েছিল। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানীর কিছু অংশে এখনও ইন্টারনেট সংযোগ নেই।

এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলায় ‘বড় ধরনের হামলা’ চালায় যুক্তরাষ্ট্র। পরে সেখানে মাদুরো দম্পতিকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ইউএসএস ইও জিমা জাহাজে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে শেষ পর্যন্ত তাদেরকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে মামলা করা হয়েছে।

অন্যদিকে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো’। ভেনেজুয়েলায় হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার পর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য শান্তি চায় যুক্তরাষ্ট্র। উই উইল রান ভেনেজুয়েলা আনটিল ট্রানজিশন। প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা’। যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার ‘ভেঙেপড়া অবকাঠামো’ ঠিক করবে এবং ‘দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে’।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন Jan 05, 2026
img
১৪৪ জনের মধ্যে ৮ জন জুলাইযোদ্ধার পরিচয় শনাক্ত: সিআইডি Jan 05, 2026
img
নির্বাচনের পরিবেশ সন্তোষজনক : সিইসি Jan 05, 2026
img
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান পৃথিবীর শান্তির জন্য: ট্রাম্প Jan 05, 2026
img
সেঞ্চুরিতে পন্টিংয়ের রেকর্ড ছুঁলেন জো রুট Jan 05, 2026
img
শুটিং করতে শ্রীলঙ্কায় সিয়াম, থাকবেন সুস্মিতাও Jan 05, 2026
img
চট্টগ্রাম-৬ আসনে গিয়াস কাদের চৌধুরীর সম্পদের তুলনায় ঋণ ২৬ গুণ বেশি Jan 05, 2026
img
হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু : নাসীরুদ্দীন Jan 05, 2026
img
চাঁপাইনবাবগঞ্জে যুবকদের সচেতনতা বৃদ্ধিতে গম্ভীরা গানের আসর Jan 05, 2026
img
ভেনেজুয়েলা ‘কথা না শুনলে’ ফের হামলা হবে : ট্রাম্প Jan 05, 2026
img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছাত্র-জনতা শহীদ হওয়া এলাকার ওসিদের বিরুদ্ধে মামলা করা হবে Jan 05, 2026
img
ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার গেজেট রায় অপরিবর্তিত Jan 05, 2026
img
মাদুরোর বিদায়ের পর সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বিরোধী নেতার Jan 05, 2026
img
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন Jan 05, 2026
img
ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের মন্তব্যের ব্যাখ্যা চায় যুক্তরাজ্য Jan 05, 2026
img
রাজধানীতে স্বাভাবিকের চেয়ে সামান্য তাপমাত্রা বৃদ্ধি Jan 05, 2026
img
ঘন কুয়াশা ও শীতে কাঁপছে কুড়িগ্রাম Jan 05, 2026
img
জায়ান্টদের জন্য পয়েন্ট হারানোর রাত Jan 05, 2026
img
অ্যানিভার্সারি লুকে নজর কাড়লেন তাহসান পত্মী রোজা! Jan 05, 2026
img
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানে কিউবার ৩২ নাগরিক নিহত Jan 05, 2026