সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ ধরার ফাঁদে আটকে থাকা বাঘটি উদ্ধারে এখনো অভিযান শুরু হয়নি। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস মুঠোফোনে রোববার বলেন, খালের পাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে বাঘটি আটকে পড়েছে। খাল পার হওয়ার পর পায়ে হেঁটে সেখানে যেতে হয়। ঢাকা থেকে সাফারি পার্কের একজন ভেটেরিনারি সার্জন আসছেন। তিনি এলে ট্রাঙ্কুলাইজার গান দিয়ে অচেতন করে বাঘটি উদ্ধারের চেষ্টা করা হবে।
এর আগে শনিবার দুপুরের পর বাঘ আটকে পড়ার খবর পায় বন বিভাগ। বন থেকে লোকালয়কে আলাদা করা শরকির খাল দিয়ে আধা কিলোমিটার ভেতরে এই ঘটনা ঘটে। সুন্দরবনের ওই এলাকাটি বাগেরহাটের মোংলা উপজেলার বৈদ্ধমারী ও জয়মনি বাজারের মাঝামাঝি। বন বিভাগের কর্মীরা সেখানে গিয়ে বাঘটি আটকে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছেন।
বন বিভাগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বাঘটি হরিণ শিকারের জন্য পাতা বিশেষ এক ধরনের ফাঁদে আটকা পড়েছে। যার নাম ছিটকে বা ছিটা ফাঁদ।
বন বিভাগের এক কর্মকর্তাও বাঘটি ছিটকে ফাঁদে আটকেছে বলে জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শনিবার বিকেলে কয়েকজন বনের ওই অংশে প্রবেশ করলেও তারা বাঘটির একদম কাছে যায়নি বা উদ্ধারের চেষ্টা করতে পারেনি। কারণ যেকোনো সময় দুর্ঘটনার ঝুঁকি থাকে। আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা থেকে যায়।
আরআই/টিকে