জকসু নির্বাচন

৬ জানুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন

আসন্ন ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের জন্য জাতীয় নির্বাচন কমিশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় ১০৮তম জরুরি সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন বাস্তবায়ন নিয়ে নানা বিষয়ে আলোচনা হয়। সভায় পূর্বনির্ধারিত ৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই এই মর্মে প্রস্তাব পাস হয়।

সিন্ডিকেট সভায় ডিএমপির নির্দেশিত ভোটার ব্যতীত অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না এই সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নির্বাচন কমিশনের (সিএসসি) লিখিত অনুমোদন না পাওয়া সত্ত্বেও নির্বাচন আয়োজন করতে কোনো বাধা নেই এ মর্মেও সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, আগামী ৬ জানুয়ারি নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে গত ৩০ ডিসেম্বরের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচনের দিন ভোটার ব্যতীত কোনো বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

নির্বাচনের দিন নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে শুধু ভোটারদের প্রবেশের জন্য এরই মধ্যে ব্যবস্থা করেছি। নিরাপত্তার জন্য আমরা ডিএমপি কমিশনারের কাছে ফোর্স চেয়ে চিঠি দিয়েছি। নির্বাচন নিয়ে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আগামী ৬ জানুয়ারি আমরা জাতিকে একটি মডেল নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রশাসনের সব স্তর থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস পেয়েছি।

নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি বলেন, আমরা ৬ জানুয়ারি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত আছি। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আশাবাদী, নির্ধারিত দিনে জকসু নির্বাচন সম্পন্ন করতে পারব।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৭ নভেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করে। এরই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

পরবর্তীতে ২৭ অক্টোবর চূড়ান্ত বিধিমালা অনুমোদনের পর ৫ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। এতে ২২ ডিসেম্বর ভোটগ্রহণ, গণনা ও ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়। তবে ভূমিকম্প আতঙ্ক ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও প্যানেলগুলোর দাবির মুখে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসে ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কারণে ৪ ডিসেম্বর সংশোধিত তফসিল ঘোষণা করে ৩০ ডিসেম্বর ভোটের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরই পরিপ্রেক্ষিতে ভোটের দিন সকাল ৮টা ৩০ মিনিটে জরুরি সিন্ডিকেট সভা ডেকে নির্বাচন স্থগিত করা হয়। একই দিন নির্বাচন কমিশন নতুন ভোটের তারিখ হিসেবে ৬ জানুয়ারি নির্ধারণ করে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
১৭ মাসে সড়কপথে দুর্ঘটনায় নিহত ১২ হাজার ৬৯৪ : ক্র্যাব Jan 06, 2026
img
মোদীকেও কি ‘অপহরণ’ করবেন ট্রাম্প, প্রশ্ন কংগ্রেস নেতার Jan 06, 2026
img
সৌদি আরব ও আবুধাবি থেকে কেনা হচ্ছে ১২ হাজার কোটি টাকার ক্রুড অয়েল Jan 06, 2026
img
দক্ষিণী চলচ্চিত্রে অভিজ্ঞতার পর নতুন অধ্যায়ে কল্যাণী Jan 06, 2026
img
মসজিদ ভাঙচুর ঘিরে উত্তপ্ত নেপাল, সীমান্ত বন্ধ করে দিলো ভারত! Jan 06, 2026
img

দাঁড়িপাল্লা-শাপলা কলির আসন সমঝোতা

এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত! Jan 06, 2026
img
জাতীয় পার্টির পুনর্বাসন চাই না : ইসিকে আসিফ মাহমুদ Jan 06, 2026
img
সালমান ছেড়ে দেওয়ায় সিনামায় সুযোগ পান শাহরুখ, বদলে যায় ভাগ্য! Jan 06, 2026
img
জকসুর ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Jan 06, 2026
img

হাদি হত্যা

আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায় হাদিকে গুলি করে ফয়সাল Jan 06, 2026
img
মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া নিউটনের সূত্রের মত : অর্থ উপদেষ্টা Jan 06, 2026
img
‘NBK111’ সিনেমা থেকে বাদ দেয়া হচ্ছে নয়নতারাকে! Jan 06, 2026
সালাহর দুর্দান্ত গোলের রাতে কোয়ার্টার ফাইনালে মিসর ও নাইজেরিয়া Jan 06, 2026
যেসব ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ Jan 06, 2026
নির্বাচন কমিশনের দিকে যে অভিযোগ ছুড়ে দিলেন স্বতন্ত্র জিএস প্রার্থী! Jan 06, 2026
জকসু নির্বাচন নিয়ে যা জানালেন ছাত্রদল সাধারণ সম্পাদক Jan 06, 2026
img
আ.লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও এরা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে: সালাহউদ্দিন আহমেদ Jan 06, 2026
img
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ Jan 06, 2026
img
ট্রাম্পের পদক্ষেপের জন্য কৃতজ্ঞ : মাচাদো Jan 06, 2026
img
মার্কিন জ্বালানির প্রাণকেন্দ্র হবে ভেনেজুয়েলা: মাচাদো Jan 06, 2026