ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের হাতে বন্দি হওয়ার পর বিশ্ববাজারে তুঙ্গে পৌঁছেছে স্বর্ণ ও রূপার দাম। সোমবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় সকালে এশিয়ার বাজারে স্বর্ণের দাম প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে পৌঁছায় আউন্সপ্রতি ৪ হাজার ৪০৮ ডলারে। আর রুপার দাম বেড়েছে প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
ভূরাজনৈতিক অস্থিতিশীলতার মাঝে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে বেড়েছে মূল্যবান এসব ধাতুর মূল্য। অন্যদিকে, খুব একটা পরিবর্তন হয়নি অপরিশোধিত তেলের দাম।
শুরুর দিকে ওঠানামা থাকলেও, কিছুক্ষণের মাঝে কিছুটা কমে আসে দাম। ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ তেল সরবরাহে প্রভাব ফেলবে কিনা তা নিয়ে শঙ্কায় ছিলেন বিনিয়োগকারীরা। তবে, বাস্তবতা ছিল বেশ ভিন্ন।
এছাড়াও, এশিয়ার শেয়ারবাজারের সূচকগুলোর বেশিরভাগই ছিল ঊর্ধ্বমুখী। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারেও ছিল একই চিত্র। বছরের প্রথম লেনদেনের দিনে জাপানের নিক্কেই ২২৫ সূচক বেড়ে গেছে ২ দশমিক ৬ শতাংশ। দক্ষিণ কোরিয়া, হংকং ও চীনের প্রধান শেয়ার সূচকগুলোও ছিল ঊর্ধ্বমুখী।
এসকে/টিকে