ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সেনারা আটক করার পর সামাজিকমাধ্যম এক্সে একটি পোস্ট দেন নোবেল শান্তিপুরস্কারজয়ী ও ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। ওই পোস্টে তিনি বলেন, মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তারা এখন ক্ষমতা নিতে প্রস্তুত।
কিন্তু এর দুই ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়— মাচাদো ভেনেজুয়েলার পরবর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলাকে চালানোর মতো সমর্থন ও সক্ষমতা মাচাদোর নেই। দেশটির সবাই তাকে সম্মান করেন না বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট সোমবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছেন, গত বছর নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করায় মাচাদোকে তিনি সাইড করে দিয়েছেন। তারা বলেছেন, ট্রাম্প এই পুরস্কার পেতে আগ্রহী ছিলেন। কিন্তু এটি দেওয়া হয় মাচাদোকে। কিন্তু মাচাদো পুরস্কার প্রত্যাখ্যান না করে এটি গ্রহণ করেছেন। যা ট্রাম্পকে ক্ষিপ্ত করেছে। এ কারণে তাকে ভেনেজুয়েলার ক্ষমতা নেওয়া থেকে দূরে সরিয় দিয়েছেন তিনি।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন, “যদি মাচাদো পুরস্কার ফিরিয়ে দিয়ে বলতেন, আমি এটি গ্রহণ করতে পারব না। কারণ এ পুরস্কার ট্রাম্পের। তাহলে তিনি আজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতেন।” মাচাদোর পুরস্কার গ্রহণকে ‘পাপ’ হিসেবে অভিহিত করেছেন এ কর্মকর্তা।
যদিও মাচাদো পুরস্কারটি ট্রাম্পকে উৎস্বর্গ করেছিলেন। কিন্তু এতেও ট্রাম্পের মন গলেনি।
সূত্র: ওয়াশিংটন পোস্ট
এসএন