টোকিও'র তোয়োসু মাছ বাজারে বছরের প্রথম নিলামে সোমবার (৫ই জানুয়ারি) সকালে একটি বিশালাকার নীল পাখনা টুনা রেকর্ড ৫১০.৩ মিলিয়ন ইয়েনে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকার সমান। ২৪৩ কেজি ওজনের এই মাছটির জন্য বিজয়ী ডাক দিয়েছে জনপ্রিয় সুশি চেইন 'সুশি জানমাই' এর পরিচালক প্রতিষ্ঠান কিয়োমুরা কর্পোরেশন। জাপানে 'টুনা রাজা' হিসেবে পরিচিত কিয়োশি কিমুরা প্রতি বছরের মতো এবারও বছরের প্রথম নিলামে এই বিশাল অঙ্কের দর হাঁকান।
নিলাম শেষে কিমুরা সাংবাদিকদের জানান যে, তিনি এই দাম দেখে কিছুটা বিস্মিত। তিনি ভেবেছিলেন মাছটি আরও কিছুটা কম দামে কিনতে পারবেন, কিন্তু নিলাম চলাকালীন দাম দ্রুত বৃদ্ধি পায়।
কিমুরা বলেন, বছরের প্রথম টুনা সৌভাগ্য বয়ে আনে। এর আগে ২০১৯ সালে তিনি ৩৩৩.৬ মিলিয়ন ইয়েন দিয়ে একটি টুনা কিনে রেকর্ড গড়েছিলেন, তবে এবারের দাম সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। তিনি ২০১২ এবং ২০১৩ সালেও চড়া দামে মাছ কিনে রেকর্ড তৈরি করেছিলেন।
টোকিও'র তোয়োসু মাছ বাজারে বছরের প্রথম নিলামে এমন অবিশ্বাস্য দামে মাছ বিক্রি হওয়া একটি জনপ্রিয় ঐতিহ্যে পরিণত হয়েছে। গত বছর প্রথম টুনাটি ২০৭ মিলিয়ন ইয়েনে বিক্রি হয়েছিল।
সোমবার ভোর ৫টায় শুরু হওয়া এই নিলাম ছিল পর্যটক ও স্থানীয়দের জন্য অন্যতম আকর্ষণ। নিলামের পরপরই টুনা মাছটি কেটে কিমুরার সুশি রেস্তোরাঁগুলোতে পাঠানো হয় এবং বছরের শুরুতেই এই বিশেষ মাছের স্বাদ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন গ্রাহকরা।
সূত্র: বিবিসি
এমকে/টিএ