ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক পাচারের অভিযোগে সোমবার নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়েছে।
আজ (৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার কিছু পরে ব্রুকলিনের একটি আটক কেন্দ্র থেকে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সশস্ত্র পাহারায় একটি হেলিকপ্টারে তোলা হয়। সেখান থেকে তাদের ম্যানহাটনের ফেডারেল আদালতে নিয়ে যাওয়া হয় এবং দুপুর ১২টায় তাদের প্রাথমিক শুনানি শুরু হয়।
মাদুরোর বিরুদ্ধে একটি আন্তর্জাতিক কোকেন চোরাচালান নেটওয়ার্ক তদারকি করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ রয়েছে, এই নেটওয়ার্কটি মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া ও জেতাস কার্টেল, কলম্বিয়ার 'ফার্ক' বিদ্রোহী এবং ভেনেজুয়েলার অপরাধী চক্র 'ট্রেন ডি আরাগুয়া'র মতো সহিংস গোষ্ঠীগুলোর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করত।
তবে ৬৩ বছর বয়সী মাদুরো শুরু থেকেই তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ নিতেই মার্কিন সাম্রাজ্যবাদী শক্তিগুলো এসব বানোয়াট অভিযোগ সাজিয়েছে।
১৯৮৯ সালে পানামা আক্রমণের পর লাতিন আমেরিকায় এটিই সবচেয়ে বড় মার্কিন হস্তক্ষেপ বলে মনে করা হচ্ছে। গত শনিবার মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা হেলিকপ্টারে করে কারাকাসে মাদুরোর নিরাপত্তা বলয় ভেঙে সরাসরি তার 'সেফ রুম' থেকে তাকে আটক করে।
এদিকে, মাদুরোকে আটক করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নজিরবিহীন অভিযানের বৈধতা নিয়ে জাতিসংঘে আলোচনার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, ভেনেজুয়েলায় মাদুরোর স্থলাভিষিক্ত হওয়া অন্তর্বর্তীকালীন নেতা বর্তমান পরিস্থিতিতে কিছুটা নমনীয় অবস্থান গ্রহণ করেছেন।
এসএস/এসএন