ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নয়াদিল্লি যদি রাশিয়ার তেল কেনা বন্ধ না করে তাহলে তিনি এ ব্যবস্থা নেবেন। স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) সাংবাদিকদের ট্রাম্প বলেন, “যদি রাশিয়ার তেল ইস্যু নিয়ে ভারত সহায়তা না করে তাহলে আমরা শুল্ক আরও বাড়াতে পারি।”
ভারত তাকে খুশি করতে চায় দাবি করে ট্রাম্প বলেন, “তারা আমাকে খুশি করতে চায়। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন ভালো মানুষ। তিনি ভালো লোক। তিনি জানতেন (রাশিয়ার তেল কেনায়) আমি খুশি ছিলাম না। আমাকে খুশি করা তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা বাণিজ্য করে (তেল কেনে), এবং দ্রুত সময়ের মধ্যে তাদের পণ্যে শুল্ক বৃদ্ধি করতে পারি।”
দুই সপ্তাহ আগে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা হয় মোদির। শুল্ক নিয়ে উত্তেজনা থাকা সত্ত্বেও তারা দুজন দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রাখার ব্যাপারে একমত হন। কিন্তু এরপরও ট্রাম্পের কাছ থেকে এমন হুমকি এলো।
রাশিয়ার থেকে তেল কেনার ব্যাপারে ভারত বলেছে, নিজেদের জ্বালানি নিশ্চয়তা সুরক্ষার জন্য তাদের রুশ তেলের প্রয়োজন আছে।
এমআই/এসএন
গত বছর ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। যা এখনো বহাল আছে।