বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। একই সঙ্গে বেড়েছে রুপা, প্লাটিনামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামও। ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের মন্তব্যে সুদের হার কমানোর সম্ভাবনা বাড়ার পাশাপাশি ভেনেজুয়েলার রাজনৈতিক উত্তেজনায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন, যার সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৪৬৫ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত সেশনে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছিল। এছাড়া ফেব্রুয়ারি মাসে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৬৫ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।
আর গত বছরের ২৬ ডিসেম্বর বুলিয়ানের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছেছিল। গত বছর স্বর্ণের দাম ৬৪ শতাংশ বেড়ে ১৯৭৯ সালের পর থেকে সেরা বার্ষিক পারফরম্যান্স দেখিয়েছে। টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রোর প্রধান ইলিয়া স্পিভাক জানিয়েছেন, ফেড কর্মকর্তাদের মন্তব্য স্বর্ণকে ক্ষতি করেনি, তবে পরিস্থিতি খুব বেশি বদলায়নি। শুক্রবারের চাকরির তথ্যসহ এই সপ্তাহটি বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ হবে।
সোমবার মিনিয়াপোলিস ফেডের প্রেসিডেন্ট নীল কাশকারি বলেছেন, মুদ্রাস্ফীতি ধীরে ধীরে কমছে, কিন্তু বেকারত্বের হার ‘উচ্চ’ থাকার ঝুঁকি রয়েছে, যার কারণে সুদের হার কমানোর সম্ভাবনা বেড়ে যাচ্ছে। বিনিয়োগকারীরা আশা করছেন, চলতি বছরে অন্তত দুটি সুদের হার কমানো হতে পারে এবং আরও আর্থিক নীতির সংকেত পেতে শুক্রবারের নন-ফার্ম পে-রোল রিপোর্টের দিকে নজর রাখছেন।
মাদুরোর গ্রেফতারের পর বিশ্ব নেতারা ক্ষুব্ধ হন, এবং কারাকাসের কর্মকর্তারা পুনরায় সংগঠিত হতে হিমশিম খাচ্ছেন। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার মাদকের অভিযোগ অস্বীকার করেছেন। ইলিয়া স্পিভাক বলেছেন, ‘মাদুরোর গ্রেফতার যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিচ্ছেদ এবং বিশ্বায়নের চলমান প্রবণতায় অ-বিশ্বায়নের চিত্র ফুটিয়ে তুলেছে।’
এদিকে গত বছরের ২৯ ডিসেম্বর সর্বকালের সর্বোচ্চ ৮৩ দশমিক ৬২ ডলারে পৌঁছেছিল রুপার দাম। ২০২৫ সাল শেষ হয়েছে ১৪৭ শতাংশ বার্ষিক বৃদ্ধির সঙ্গে, যা স্বর্ণকে ছাড়িয়ে গেছে এবং বছরের সেরা রেকর্ড। বর্তমানে স্পট রুপার দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৭৮ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।
এছাড়া, স্পট প্লাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২ হাজার ৩২৭ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে। এটি গত সোমবার সর্বকালের সর্বোচ্চ ২ হাজার ৪৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছিল। সেশনের শুরুতে দাম ৫ শতাংশেরও বেশি বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে।
কেএন/টিকে