ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচার ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলায় নিজেকে নির্দোষ দাবি করার কয়েক ঘণ্টার মধ্যেই ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
আজ (৬ জানুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পার্লামেন্টের বিশেষ অধিবেশনে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে শুরুতেই যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবি জানানো হয়।
৫৬ বছর বয়সী ডেলসি রদ্রিগেজ ২০১৮ সাল থেকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শপথ গ্রহণের পর তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা ‘অপহরণ’ এর শামিল এবং এতে আমি গভীরভাবে ব্যথিত।
এর আগে সোমবার নিউইয়র্কের একটি আদালতে হাজির হয়ে মাদুরো চারটি অভিযোগ- মাদক পাচার, সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, স্বয়ংক্রিয় অস্ত্র ও বিধ্বংসী অস্ত্র রাখার অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেন। শুনানিকালে তিনি জোর দিয়ে বলেন, তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
মাদুরোর ছেলে তার বাবা-মায়ের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তারা দেশে ফিরে আসবেন। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দেন। মাদুরোর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মার্চ।
এমআই/এসএন