শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

টানা দুদিন চুয়াডাঙ্গায় মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। হিম শীতল ঠান্ডা বাতাস আর কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে প্রতিদিনই কমছে তাপমাত্রা। তীব্র শীতের কাছে অসহায় হয়ে পড়েছে সব শ্রেণি পেশার মানুষ। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। দিন ও রাতে হিম শীতল বাতাস বইছে। চরম ভোগান্তিতে দিনযাপন করছেন ছিন্নমূল ও অসহায় মানুষ। শীত থেকে বাঁচতে খরকুটো জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন তারা।

আলমডাঙ্গা হাটবোয়ালিয়া গ্রামের বাসিন্দা সাইফুল হুদা জানান, কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায়। আমাদের মত খেটে খাওয়া মানুষ চরম বিপাকে রয়েছেন। শীতের কাছে নাকাল হয়ে পড়েছি। ঘরেও বাইরে একই রকম শীত অনুভূত হচ্ছে। অতিরিক্ত শীতের কারণে শরীর কাঁপছে।

জীবননগর মনোহরপুর গ্রামের রহিম বক্স জানান, মাঠে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। যার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাঠে গিয়ে দাঁড়ানো সম্ভব হচ্ছে না শীতের কারণে। ক্ষেতে জমে থাকা পানিগুলো মনে হচ্ছে বরফ।

চুয়াডাঙ্গা উজিরপুর গ্রামের দিনমজুর হাসেম আলী বলেন, ‘প্রতিদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কাজের সন্ধানে চুয়াডাঙ্গায় আসি। দীর্ঘ সময় অপেক্ষার পরও কাজ না পেয়ে বাড়ি ফিরতে হয়। শীতের কাছে অসহায় হয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছি।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির ভেতরে ওটা-নামা করছে। বুধবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সাত ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাতাস আর কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। দিনের তাপমাত্রা কমে আসছে। বেশিরভাগ সময় দিনের বেলা সূর্যের দেখা মিলছে না। তাপমাত্রা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান এই আবহাওয়া কর্মকর্তা।

এ দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু কনসার্টের ডা. মাহাবুবুর রহমান জানান, অতিরিক্ত শীত শিশুদের সহনশীলতার বাইরে চলে যাচ্ছে। সহজেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রায় শতাধিক শিশু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশু ওয়ার্ডেও নিউমোনিয়া শ্বাসকষ্ট, জ্বর, ব্রংকাইটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এ শীতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ওই চিকিৎসক।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নবম পে-স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ! Jan 08, 2026
img
ডিভোর্সের ১১ মাস পর নতুন ইঙ্গিত, ফের কাছাকাছি চাহাল-ধনশ্রী Jan 08, 2026
img
এবার কলকাতা উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ Jan 08, 2026
img
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বন্ধ প্রশিক্ষণ কক্ষে অগ্নিকাণ্ড Jan 08, 2026
img
রাতে খাওয়া বন্ধ করলে কি ওজন কমে? Jan 08, 2026
img
৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল Jan 08, 2026
img
কোয়েলের ডিম খেলে কী হয়? Jan 08, 2026
img
জেনে নিন প্রতিদিন একটি করে আপেল খাওয়ার উপকারিতা Jan 08, 2026
img
যুক্তরাষ্ট্রের নির্দেশনায় চলবে ভেনেজুয়েলা, দেশটির তেলও বিক্রি করবে তারা Jan 08, 2026
img

জকসুতে বড় জয়

মসজিদে শিবিরের শুকরিয়ার নামাজ, মোনাজাতে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা Jan 08, 2026
img
আসিফ মাহমুদের মিথ্যাচারের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল Jan 08, 2026
img
বরিশালে বহিষ্কৃত ৩ নেতাকে দলে ফেরাল বিএনপি Jan 08, 2026
img
এসএ টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিকের রেকর্ড গড়ল এনগিডি Jan 08, 2026
img
নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ Jan 08, 2026
নিজের আয় ও সম্পদ নিয়ে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম Jan 08, 2026
যুক্তরাষ্ট্রের হুমকিকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই মেক্সিকোকে স্টেফানি ব্রিউয়ার Jan 08, 2026
ভারতীয় পর্যটকদের জন্য ভিসা স্থগিত করল বাংলাদেশে Jan 08, 2026
ভেনেজুয়েলা ইস্যুর পর কি তাইওয়ান দখলে উদ্বুদ্ধ হবে চীন? Jan 08, 2026
img
জকসুর একমাত্র হল সংসদে ছাত্রীসংস্থার জয় Jan 08, 2026
ভাসানীর কবর জিয়ারত দিয়ে ঢাকার বাইরে সফর শুরু তারেক রহমানের Jan 08, 2026