ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর পরিচালিত সামরিক হামলা ও অভিযানে অন্তত ৫৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
শনিবার চালানো হামলাটি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার উদ্দেশে কারাকাসে সংঘটিত হয়।
বিবিসির খবরে বলা হয়, নিহতদের মধ্যে অন্তত ২৩ জন ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৩২ জন কিউবান যোদ্ধা। এছাড়া দুইজন বেসামরিক নারীও প্রাণ হারিয়েছেন। কিউবার কমিউনিস্ট পার্টির সরকারি সংবাদপত্র গ্রানমা, ‘সম্মান ও গৌরব’ শিরোনামে একটি পোস্টে অভিযানে নিহত সেনাদের বিবরণও শেয়ার করেছে।
এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শনিবারের হামলায় যারা নিহত হয়েছেন তাদের সম্মানে দেশব্যাপী সাত দিনের শোক ঘোষণা করেছেন। তিনি টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, যে সব তরুণ ও পুরুষ- নারীরা দেশ ও প্রেসিডেন্ট মাদুরোকে রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের সম্মানেই এই শোক।
এমআই/এসএন