সুন্দরবনে ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান (৬১) বিশ্বাস মারা গেছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকালে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের সামনে নদীর মধ্যে ছোট ট্রলারে তিনি মারা যান।
কলা অনুষদ আয়োজিত একটি কর্মশালায় যোগ দিতে অধ্যাপক আতাউর রহমান সুন্দরবনে এসেছিলেন।
করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির স্টার নিউজকে জানান, বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে এসেছিলেন তারা। লঞ্চে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। যতদূর খোজ নিয়েছি, তিনি সেখানেই মারা যান। পরে তাকে লঞ্চে করে গন্তব্যে নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান স্টার নিউজকে বলেন, ‘প্রতিবছরের মত এবারও সুন্দরবনে আমাদের একটা একাডেমিক ফিল্ড ট্রিপ ছিল। সেখানে স্যারও ছিলেন।
গতকাল রাতেও সেখানে আমাদের একটা সেমিনার হয়, তিনি সেখানে বক্তব্য দিয়েছেন। সকালে আর উঠতে পারেননি। আমরা যখন সবাই নাস্তা করতে বসলাম, স্যার আসেনি বিধায় আমরা তাকে ডাকতে পাঠিয়েছিলাম। পরে উনার রুমে গেলে বুঝতে পারি যে স্যার আর নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছেন অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস।’
এসকে/টিএ