ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান আপাতত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবর অনুযায়ী বুধবার থেকে এ ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
আনন্দবাজারের খবর অনুযায়ী, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিল্লি ও আগরতলার বাংলাদেশ মিশন থেকে পর্যটক ভিসা আগেই বন্ধ করা হয়েছিল। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে পরিষেবা চালু থাকলেও বুধবার থেকে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আপাতত গোটা ভারতে কোথাও বাংলাদেশে যাওয়ার পর্যটক ভিসা পাওয়া যাচ্ছে না।
তবে কর্মসূত্রে বাংলাদেশে যাওয়ার জন্য এমপ্লয়মেন্ট ভিসা, ব্যবসায়িক কাজে বিজনেস ভিসা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য ভিসা প্রদান অব্যাহত থাকবে। এসব ভিসা বহুস্তরীয় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয় বলে নিরাপত্তা নিশ্চিত করা তুলনামূলক সহজ।
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক অবনতি হতে থাকে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ ভারতীয় পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকায় ঢাকা এই পদক্ষেপ নিয়েছে।
কূটনৈতিক সূত্রের ব্যাখ্যা অনুযায়ী, নির্বাচন পর্ব শেষ না হওয়া পর্যন্ত ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া হবে না। ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এই প্রক্রিয়া চালু হওয়ার সম্ভাবনা কার্যত নেই। তবে বিশেষ ক্ষেত্রে দূতাবাস বা উপদূতাবাসের বিবেচনায় ভিসা দেওয়া হতে পারে।
সূত্র:আনন্দবাজার ডট কম
টিএ/