জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা চলাকালীন কেন্দ্র থেকে বের হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে ধৈর্য ও ইতিবাচক মানসিকতা রাখার আহ্বান জানিয়েছেন ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব। নির্বাচনের ফলাফল পরবর্তী পরিস্থিতিতে সমর্থকদের ভেঙে না পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জয়-পরাজয় ছাপিয়ে দীর্ঘদিনের দাবি ‘জকসু’ সচল হওয়াটাই তার কাছে বড় প্রাপ্তি।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে নির্বাচন চলাকালীন সহকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
রাকিব বলেন, "মন খারাপের কিছু নেই, আল্লাহ ভরসা।" তিনি জানান যা কিছু হয়েছে তা মহান আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। সমর্থকদের আবেগপ্রবণ হয়ে পড়ার বিপরীতে তিনি তাদের ধৈর্য ধরার পরামর্শ দেন এবং তার লড়াইয়ের মূল উদ্দেশ্য স্মরণ করিয়ে দেন।
২০১৯ সাল থেকে দীর্ঘ লড়াইয়ের সার্থকতা নিজের লড়াইয়ের ইতিহাস তুলে ধরে একেএম রাকিব বলেন, "১৯ সাল থেকে জকসুর জন্য লড়ে আসি, এখন জকসু হয়ে গেছে।" তার মতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য একটি ছাত্র সংসদ বা জকসু অত্যন্ত প্রয়োজন ছিল। ব্যক্তিগতভাবে তিনি বিজয়ী না হলেও, বিশ্ববিদ্যালয়ের জন্য জকসু প্রতিষ্ঠিত হওয়াকে তিনি নিজের লড়াইয়ের সার্থকতা হিসেবে দেখছেন।
এসএস/টিএ