কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি মসজিদের ৩৫টি কোরআন শরীফ পোড়ানো ও অবমাননার অভিযোগে মো. পারভেজ মোশাররফ ওরফে তারেক (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার আহুতিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তারেক ওই এলাকার শুক্কুর আলীর ছেলে। এর আগে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া (বালিয়াপাড়া) গ্রামের একটি জামে মসজিদে।
পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন জানান, বুধবার সকালে মসজিদ কমিটির লোকজনের মাধ্যমে কোরআন শরীফ পোড়ানো ও অবমাননার একটি খবর পাই। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল আহুতিয়া গ্রামের বালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তারেককে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে মসজিদ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম বাদল বাদি হয়ে তারেককে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া তারেক থানা হেফাজতে রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হবে।
এসএস/টিএ