ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিয়োগ পাওয়া জেলা প্রশাসকেরা (ডিসি) নির্বাচন অনুষ্ঠানের জন্য যোগ্য ও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুর রশীদ বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের এবার নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়নি।
তফসিল ঘোষণার আগে নতুন করে যে ৫৫ জন ডিসি নিয়োগ নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি আশাবাদী যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে। অভিজ্ঞতা কেউ সঙ্গে নিয়ে আসে না, অভিজ্ঞতা তৈরি হয় কাজ করতে করতে। দায়িত্ব পালনের মধ্য দিয়েই অভিজ্ঞতা অর্জিত হয়।যদি আমরা নিশ্চিত করতে পারি যে তাদের মনোভাব সঠিক এবং তারা সঠিক পথে চলবেন, তাহলে তারা শতভাগ সফল হবেন।
তিনি আরো বলেন, যদি কোথাও কোনো বিচ্যুতি বা নির্দিষ্ট কোনো সমস্যা দেখা যায়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।ঢালাওভাবে কিছু বলা ঠিক নয়। সামগ্রিকভাবে আমরা মনে করছি, তারা নির্বাচন পরিচালনার জন্য প্রস্তুত ও যোগ্য। তবে কোনো নির্দিষ্ট ক্ষেত্রে বাস্তব সমস্যা দেখা দিলে সেটি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে উল্লেখ করেন আব্দুর রশীদ।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।
প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
এমআর/টিকে