যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে মার্কিন পররাষ্ট্রনীতির ব্যাপক সমালোচনা করেছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভল্টার স্টাইনমাইয়ার। যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় গত বুধবার রাতে এক সিম্পোজিয়ামে দেওয়া বক্তব্যে স্টাইনমাইয়ার এই মন্তব্য করেন। নীতিহীন ব্যক্তিরা যেখানে যা খুশি তা ছিনিয়ে নিতে পারেন, বিশ্বব্যবস্থা যেন এমন ‘ডাকাতদের আস্তানায়’ পরিণত না হয়, সে জন্য ব্যবস্থা নিতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সপ্তাহান্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মতো মার্কিন পদক্ষেপের কথা উল্লেখ করে জার্মানির প্রেসিডেন্ট বলেছেন, বিশ্বব্যাপী গণতন্ত্রের ওপর আগের যেকোনো সময়ের তুলনায় বেশি আক্রমণ করা হচ্ছে।
হুমকিতে পরিপূর্ণ এমন বিশ্ব পরিস্থিতিতে সক্রিয় হস্তক্ষেপ জরুরি বলে মনে করেন স্টাইনমাইয়ার। তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে ব্রাজিল ও ভারতের মতো দেশগুলোকে বিশ্বব্যবস্থা রক্ষায় অঙ্গীকারবদ্ধ করতে হবে।
রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণকে একটি সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করে স্টাইনমাইয়ার বলেন, যুক্তরাষ্ট্রের আচরণ দ্বিতীয় ঐতিহাসিক ভাঙনের প্রতিনিধিত্ব করে।
জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পতন হয়েছে, যারা এই বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেছিল।
সূত্র : রয়টার্স
আইকে/টিএ