নতুন বছরে চ্যাটজিপিটি আরও শক্তিশালী ও বহুমুখী হয়ে উঠেছে। এটি এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার প্ল্যাটফর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ অ্যাপ ইকোসিস্টেমের অংশ।
ওপেনএআই চ্যাটজিপিটিতে নতুন অ্যাপ ডিরেক্টরি চালু করেছে, যেখানে সম্প্রতি যুক্ত হয়েছে অ্যাপল মিউজিক। এর ফলে ব্যবহারকারীরা বিভিন্ন ভাষার গান খুঁজতে, প্লেলিস্ট তৈরি করতে এবং নিজের মিউজিক লাইব্রেরি সাজাতে পারবে। যদিও পুরো গান সরাসরি প্লে করা যাবে না, তবে গান শুনতে হলে অ্যাপল মিউজিক অ্যাপ ব্যবহার করতে হবে।
সবচেয়ে বড় সুবিধা হলো পার্সোনালাইজড রেকমেন্ডেশন। চ্যাটজিপিটি পূর্বের কথোপকথনের মাধ্যমে ব্যবহারকারীর পছন্দের গান বা শিল্পী মনে রাখবে এবং সেই অনুযায়ী নতুন গান সাজেশন দিতে পারবে। ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট নির্দেশ দিয়ে প্লেলিস্ট তৈরি করতে পারেন, যেমন-রক অ্যান্ড রোল ক্রিসমাস গান বা জনপ্রিয় টিভি শো/সিনেমার থিম অনুযায়ী গান নির্বাচন।
চ্যাটজিপিটি কাছাকাছি বর্ণনা ব্যবহার করেও গান খুঁজে দিতে সক্ষম, যেমন কোনো সিনেমার জনপ্রিয় গান বা বিশেষ মুডের গান। অ্যাপল মিউজিক ব্যবহার করতে হলে প্রথমে অ্যাপ ডিরেক্টরিতে গিয়ে অ্যাকাউন্ট কানেক্ট ও লগইন করতে হবে। সফল সংযোগের পর ব্যবহারকারী চ্যাটে @Apple Music লিখে গান উপভোগ করতে পারবেন।
পিআর/এসএন