জুলাই আন্দোলনে শহিদ-আহতদের তালিকায় নতুনদের নাম আগামী ২০ জানুয়ারির মধ্যে যুক্ত করতে হবে, এমন দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে তালিকায় বাদ পড়া আহত ও শহিদ পরিবারকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সম্প্রতি জুলাই আহতরা রাজপথে আন্দোলন করায় নতুন করে আবারও যাচাই-বাছাই তালিকা শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই তালিকায় নতুন করে শহিদ ১৪ জন ও আড়াই হাজার আহতদের যাচাই-বাছাই তালিকা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন জুলাই আহত-শহিদদের তালিকার প্রধান সমন্বয়কারী তামিম খান। এ সময় তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে এসব তালিকা জমা দেয়া হয়েছে।
উপদেষ্টারা এসব তালিকা নিয়ে টালবাহানা করছে উল্লেখ করে তামিম বলেন, এবার দাবি নয়, পদত্যাগ করিয়েই ছাড়বো উপদেষ্টাকে। নতুন করে তালিকায় যুক্ত করতে গেলে আহত ও শহিদের প্রত্যায়নপত্র দেয়া তা কাম্য নয়।
কেএন/টিকে