দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পুলিশ ও প্রশাসন ডিভাইসসহ ১৬ জনকে আটক করেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়।
অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে রয়েছে ক্রিসেন্ট কিন্ডারগার্টেন গার্লস হাই স্কুল থেকে ২ জন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ১ জন, কাদের বক্স মেমোরিয়াল কলেজ থেকে ২ জন, দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে ১ জন, দিনাজপুর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, দিনাজপুর সরকারি মহিলা কলেজ থেকে ১ জন, জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, মিউনিসিপাল হাইস্কুল থেকে ১ জন, নূরজাহান কামিল মাদ্রাসা থেকে ৫ জন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১ জন এবং কেরি মেমোরিয়াল হাই স্কুল থেকে ১ জন।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যারা এই অবৈধ কার্যক্রমে জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলমান রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, পরীক্ষায় কোনরূপ অসদুপায়, নকল বা ডিভাইস ব্যবহারের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
এ বিষয়ে জেলা প্রশাসন এবং শিক্ষা কর্মকর্তারা পরীক্ষার নিরাপত্তা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সর্বদা তৎপর। প্রশাসন সূত্রে জানা গেছে, পরবর্তী সময়ে এই ধরনের অনিয়ম প্রতিরোধে আরও কার্যক্রম নেয়া হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনার প্রেক্ষিতে জেলার শিক্ষার্থীদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে পরীক্ষা প্রক্রিয়া সুষ্ঠু ও ন্যায্যভাবে সম্পন্ন হয়।
কেএন/টিকে