অধিকৃত পূর্ব জেরুজালেমের পূর্বে অবস্থিত বেদুইন জনগোষ্ঠী ও আল-ইজারিয়া পৌর কর্তৃপক্ষকে একটি বড় বসতি প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে ৪৫ দিনের নোটিশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জেরুজালেম গভর্নরেটের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
এক বিবৃতিতে গভর্নরেট জানায়, নোটিশটি তথাকথিত ‘লাইফ ফ্যাব্রিক’ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট। এটি ই–১ এলাকা দখল ও সংযুক্ত করার ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পনা কার্যকর করার পথে একটি পদক্ষেপ।
প্রকল্পটির লক্ষ্য হলো অবৈধ বসতি মাআলে আদুমিম ও জেরুজালেমের মধ্যে নিরবচ্ছিন্ন ভৌগোলিক সংযোগ তৈরি করা। এতে অধিকৃত পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং এর প্রায় ৩ শতাংশ এলাকা ইসরায়েলের তথাকথিত ‘গ্রেটার জেরুজালেম’ পরিকল্পনার আওতায় চলে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ফিলিস্তিনি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই পরিকল্পনার মাধ্যমে যান চলাচলে বৈষম্যমূলক ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এতে ফিলিস্তিনিদের হাইওয়ে–১ থেকে সরিয়ে জাঈম চেকপয়েন্টের কাছে একটি ভূগর্ভস্থ টানেলের মধ্য দিয়ে যেতে বাধ্য করা হবে, আর মূল সড়কটি কেবল অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য সংরক্ষিত থাকবে।
গভর্নরেটের তথ্যমতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে জাবাল আল-বাবা ও ওয়াদি আল-জামাল এলাকার বেদুইন সম্প্রদায় এবং আল-ইজারিয়া শহর আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে অন্তত ৪৩টি প্রাথমিক নোটিশ পাওয়া ডজনখানেক স্থাপনা ভাঙা ও বাসিন্দাদের উচ্ছেদের আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রায় ৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ব্যয়ধার্য এই প্রকল্পের অর্থায়ন করা হচ্ছে ফিলিস্তিনিদের প্রাপ্য ক্লিয়ারেন্স রাজস্ব থেকে, যা ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের সিদ্ধান্তে আটকে রাখা হয়েছে। আন্তর্জাতিক মহলে প্রকল্পটিকে ফিলিস্তিনিদের স্বার্থে বলে উপস্থাপনের চেষ্টা করলেও পরিকল্পনা নথিতে স্পষ্ট, এর মূল উদ্দেশ্য অবৈধ বসতি স্থাপনকারীদের চলাচল সহজ করা।
এমআর/টিএ