টানা কয়েক দিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। বিশেষ করে, খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। হিম ঠান্ডা বাতাস আর কুয়াশার কারণে শীত অনুভূত হচ্ছে। সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কয়েকদিন কম থাকতে পারে। তাপমাত্রা বাড়লে শীত কিছুটা কমতে পারে।
এমআর/টিএ