'গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প'

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে গ্রেপ্তারের অভিযানে মার্কিন গোয়েন্দা প্রধান (ডিএনআই) তুলসী গ্যাবার্ডকে ‘একঘরে’ করে রাখার অভিযোগ উঠেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গ্যাবার্ডের যুদ্ধবিরোধী ও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পুরোনো অবস্থানের কারণে ট্রাম্প প্রশাসন তাঁকে এই অতি-গোপনীয় অভিযানের পরিকল্পনা থেকে সরিয়ে রেখেছিল। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের নীতিনির্ধারকেরা গ্যাবার্ডের পূর্বতন রাজনৈতিক অবস্থান নিয়ে সন্দিহান ছিলেন। তাই তাঁকে এই অভিযানের পরিকল্পনায় সম্পৃক্ত করা হয়নি।

২০১৯ সালে ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য থাকাকালে গ্যাবার্ড ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয় এবং লাতিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের ইতিহাস অত্যন্ত ‘ভয়াবহ’।


২০১৮ সালে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের ওপর ট্রাম্প প্রশাসনের চাপ, ২০২০ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে হুমকি ও ইরানের সামরিক কর্মকর্তা কাসেম সোলেইমানি হত্যারও বিরোধিতা করেছিলেন তুলসী গ্যাবার্ড।

সম্প্রতি হিরোশিমায় এক সফরের পর তিনি মন্তব্য করেন, ‘বিশ্ব এখন পারমাণবিক ধ্বংসের প্রান্তে। রাজনৈতিক প্রভাবশালী ও যুদ্ধবাজ নেতারা পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনা বাড়াচ্ছেন।’ তিনি আরও বলেছিলেন, ‘যারা যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী যুদ্ধে লিপ্ত রাখতে চায়, তারা সাধারণ মানুষের জীবন ও ট্যাক্সের টাকার অপচয় করছে।’

গ্যাবার্ড বর্তমানে ক্যাবিনেট-স্তরের ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসেবে ১৮টি গোয়েন্দা বিভাগের তত্ত্বাবধান করেন, যার মধ্যে সিআইএ এবং সামরিক গোয়েন্দা সংস্থাগুলোও অন্তর্ভুক্ত।

ভেনেজুয়েলার অভিযানটি এতই গোপনীয় ছিল যে ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্স বা ডিএনআই প্রধান হয়েও গ্যাবার্ড অনেক গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক পাননি। তখন হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা মজা করে গ্যাবার্ডের পদবি ডিএনআইকে (DNI) বলতেন, ‘ডু নট ইনভাইট’ (Do Not Invite) বা ‘আমন্ত্রণ জানাবেন না’।

তবে গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিবেদনগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আমরা সবাই একই দলের সদস্য। এই অভিযান অত্যন্ত গোপনীয় ছিল, তাই শুধু জ্যেষ্ঠ ক্যাবিনেট কর্মকর্তা ও সংশ্লিষ্ট কয়েকজনের মধ্যে এটি সীমাবদ্ধ রাখা হয়েছিল। তুলসী বা আমাকে পরিকল্পনা থেকে বাদ দেওয়ার তথ্যটি পুরোপুরি ভুল।’

৩ জানুয়ারি যখন ট্রাম্পের নির্দেশে কারাকাসে অভিযান চলে, তখন হোয়াইট হাউস থেকে প্রকাশিত কোনো ছবিতেই গ্যাবার্ডকে দেখা যায়নি। সেই সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ডেপুটি পলিসি ডিরেক্টর স্টিফেন মিলার। এমনকি গ্যাবার্ড এই অভিযানের চার দিন পর পর্যন্ত কোনো প্রকাশ্য বিবৃতিও দেননি। পরে গত মঙ্গলবার তিনি এক্সে লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মাদক-সন্ত্রাসবাদ এবং বিপজ্জনক ড্রাগ কার্টেল মোকাবিলা করে মার্কিন সীমান্ত সুরক্ষিত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষা করেছেন।’

টিজে/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
কাঠগড়ায় বসে নিজের কথপোকথন শুনলেন পলক Jan 11, 2026
img
দীপিকার কণ্ঠস্বর কানে লাগত ফারাহ খানের! Jan 11, 2026
img
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত Jan 11, 2026
img
নেইমারের চোখে বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার আর্দা গুলের Jan 11, 2026
img
সিরিয়ার আলেপ্পো ছেড়ে গেলেন কুর্দি যোদ্ধারা Jan 11, 2026
img
জেন-জির নকল বিয়ের ট্রেন্ড, বর-কনে নেই, তবু বিয়ের হল ভরা আনন্দে Jan 11, 2026
img
রানি মুখার্জিকে নিয়ে বহুল প্রতীক্ষিত ‘মারদানি ৩’- এর মুক্তির তারিখ ঘোষণা Jan 11, 2026
img

পিরোজপুর-২

গণঅধিকার পরিষদের মুন্নার মনোনয়নপত্র জমা নিতে নির্দেশ হাইকোর্টের Jan 11, 2026
img
প্রশাসন কঠোর না হলে মানহীন নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে: জাতীয় পার্টির মহাসচিব Jan 11, 2026
img
ফরিদপুরে যুবলীগ নেতা মনির গ্রেপ্তার Jan 11, 2026
img
রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব ফ্রিজ Jan 11, 2026
img
মা হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী Jan 11, 2026
img
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী মোবিন Jan 11, 2026
img
টেকনাফে এক জালেই ধরা পড়লো ১০৬ মণ মাছ, বিক্রি ৯ লাখ টাকায় Jan 11, 2026
img

হাইকোর্টের রুল

নির্বাচনে জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় Jan 11, 2026
img

ডেভিল হান্ট ফেইজ-২

রাজধানীতে গ্রেপ্তার ৩৯ Jan 11, 2026
img
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের ১৫.১৪ শতাংশ প্রবৃদ্ধি Jan 11, 2026
img
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ Jan 11, 2026
img
রোজার ফেসবুক জুড়ে এখনও রয়েছেন তাহসান! Jan 11, 2026
img
ইসির শুনানির প্রথমার্ধে ২৭ জনের আপিল মঞ্জুর Jan 11, 2026