দীর্ঘদিনের প্রেমিক স্টেবিন বেনের সঙ্গে চারহাত এক হল নূপুর স্যাননের। নূপুর অভিনেত্রী কৃতী স্যাননের বোন।
রবিবার, ১১ জানুয়ারি উদয়পুরের ফেয়ারমন্ট হোটেলে বসে তাঁদের বিয়ের আসর। ঠোঁটে ঠোট রেখে এদিন চারহাত এক হয় নূপুর ও স্টেবিনের। কারা ছিলেন এই বিয়েতে আমন্ত্রিতের তালিকায়?
এদিন সাদা পোশাকে সেজে স্টেবিনের সঙ্গে খ্রিষ্টান মতে বিয়ে সারেন নূপুর। স্বাভাবিকভাবেই তাঁদের দু’জনের চোখেমুখে উপচে পড়েছিল খুশি। বিয়ে শেষে একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খান। সাদা থিমে এদিন সেজেছিল তাঁদের বিয়ের আসর। বোনের বিয়েতে সবুজ রঙের পোশাকে সেজেছিলেন কৃতী নিজে। এককথায় বলা যায় রূপকথার সাক্ষী থাকলেন সকলে। কারা ছিলেন এদিন আমন্ত্রিত হিসেবে তাঁদের বিয়ের আসরে? প্রথম থেকেই শোনা গিয়েছিল যে, ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতেই বসবে সেই কৃতীর বোনের বিয়ের আসর। এদিন কৃতীর বোনের বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বলিউদের দুই অভিনেত্রী দিশা পাটানি ও মৌনী রায়। বলে রাখা ভালো, এদিনের বিয়ের আসরে নিজেদের তোলা নিজস্বী সোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তাঁরা। শুধু তাই নয় ওই বিয়ের আসরে দেখা গিয়েছে কৃতীর চর্চিত বয়ফ্রেন্ড কবীর বাহিয়াকেও। যদিও একসঙ্গে দু’জনকেই দেখা গিয়েছিল মুম্বইয়ের বিমানবন্দরে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিতে।
শুধু বিয়ের অনুষ্ঠানেই নয়, বোনের বিয়ের সঙ্গীত-মেহেন্দিতেও লাইমলাইট নিজের দিকে কেড়ে নিয়েছিলেন কৃতী। নিজের গার্ল গ্যাং ও বোনের সঙ্গে মেতে ওঠেন ডান্সফ্লোরে। বলিউডের বিভিন্ন ছবির গানে এদিন বোনের বিয়ের গায়ে হলুদ ও সঙ্গীতে। তবে সবথেকে বেশি যা মন ছুঁয়েছিল নেটপাড়ার তা হল আদরের বোনকে ডেডিকেট করে ‘দিল তু, জান তু’ গানে পা মেলানো।
একসঙ্গে বড় হয়ে ওঠা, দুই বোনকে জড়িয়ে রয়েছে মেয়েবেলার হাজারও স্মৃতি।
রবিবারের বিয়ের অনুষ্ঠানের পর ১৩ জানুয়ারি মুম্বইতে রিসেপশন পার্টির আয়োজন করার পরিকল্পনা রয়েছে নবদম্পতির।
টিজে/টিএ