যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি।
সাক্ষাৎকারে তিনি এই যোগাযোগকে ইরান পরিস্থিতির জন্য একটি সম্ভাব্য 'গেম-চেইঞ্জার' বা মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে অভিহিত করেন।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে পাহলভি বলেন, ‘আমার মনে হয় প্রেসিডেন্ট (ট্রাম্প) বিষয়টি সবচেয়ে ভালো বুঝেছেন। তিনি বলেছেন, ‘দেখা যাক কী হয়’।
আমি মনে করি তাদের বিবেচনার একটি বড় অংশ হলো—বর্তমান ব্যবস্থার বিকল্প হিসেবে এবং একটি অন্তর্বর্তীকালীন পরিবর্তনের জন্য আমরা কী প্রস্তাব করছি, তা তারা ইতিমধ্যে জানেন।’
বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘মুক্তির যেকোনো আন্দোলন তখনই সফল হয়েছে যখন বিশ্ব শেষ পর্যন্ত নিপীড়িত জনগণের পক্ষ নিয়েছে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান এবং সোভিয়েত ইউনিয়নের পতন এর বড় উদাহরণ। ইরান এর ব্যতিক্রম হওয়া উচিত নয়।’
রেজা পাহলভি আরও বলেন, ‘প্রকৃতপক্ষে, পুরো অঞ্চলের মোড় ঘুরিয়ে দেওয়ার চাবিকাঠি হলো ইরান। ইরানি জনগণ কেবল নিজেদের মুক্ত করার জন্যই এই লড়াই করছে না; তারা জানে যে ইরান স্বাধীন হলে পুরো বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলবে।’
বর্তমান ইরান সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী সব সময় আমেরিকা ও তার মিত্রদের ঘৃণা করে এসেছে, কিন্তু সাধারণ ইরানি জনগণ ঠিক তার উল্টো। তারা আমেরিকার বন্ধু হতে চায় এবং বাকি বিশ্বের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।’
তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল
টিজে/টিকে