ইরানে টানা পাঁচ দিনের বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছে বৈশ্বিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, দেশটিতে ইন্টারনেট ব্ল্যাকআউটের ১২০ ঘণ্টারও বেশি সময় পার হয়েছে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ক্লাউডফ্লেয়ারের এক পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। পোস্টে বলা হয়, চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে ইরান কার্যত বিশ্বের সঙ্গে ডিজিটাল যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
এদিকে, ইরানে চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কড়া অবস্থান নিয়েছেন। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানের বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ট্রাম্প লেখেন, ‘দেশপ্রেমিক ইরানিরা, বিক্ষোভ চালিয়ে যান। আপনারা আপনাদের দপ্তরগুলো দখল করুন। হত্যাকারী ও নিপীড়নকারীদের নাম মনে রাখবেন তাদের এর চরম মূল্য দিতে হবে।’
তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত ইরান সরকারের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের আলোচনা বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে লেখেন, “সাহায্য আসছে।”
ইরান সরকার অবশ্য দাবি করছে, তারা দেশটির চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
কেএন/এসএন