কুমিল্লার দেবীদ্বারে আলাউদ্দিন (৩৩) নামের অটোরিকশাচালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এতে জড়িত ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন দেবীদ্বার উপজেলার ফুলতলী গ্রামের বাসিন্দা মো. জামাল হোসেন (৩৩) ও মোহাম্মদ মহসিন (৩৫) এবং কুমিল্লার অশোকতলার বাসিন্দা আরিফ হোসেন (৪১)।
পুলিশ জানায়, গত ১ জানুয়ারি সন্ধ্যা থেকে অটোরিকশাসহ নিখোঁজ হয় আলাউদ্দিন। নিখোঁজের ১২ দিন পর ১২ জানুয়ারি পার্শ্ববর্তী বাঙ্গরা বাজার থানাধীন এলাকা থেকে পুলিশ নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর থেকে দেবীদ্বার থানা পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডে জড়িতদের ৩ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের চট্টগ্রামের বাকুলিয়া ও কুমিল্লার টমছম ব্রিজ এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা আলাউদ্দিনের অটোরিকশাটি ছিনিয়ে নিতেই এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা।
ইউটি/টিএ