নিবন্ধিত কোনো হজযাত্রী গুরুত্বর কারণে হজে যেতে অপারগ হলে হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে। তবে হজযাত্রীর অজ্ঞাতসারে অথবা ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনের কোনো অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১৭ জানুয়ারি) ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সি/লিড এজেন্সির স্বত্বাধিকারী/ব্যবস্থাপনা পরিচালককে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, ২০২৬ সালের হজ মৌসুমে নিবন্ধিত কোনো হজযাত্রী গুরুত্বর অসুস্থতা অথবা মৃত্যুজনিত কারণে হজে যেতে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী হজযাত্রী প্রতিস্থাপন (রিপ্লেসম্যান্ট) করতে পারবে। হজযাত্রীর অজ্ঞাতসারে অথবা ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনের কোনো অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিস্থাপন কার্যক্রম আগামী ০৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে জানিয়ে চিঠিতে আরও বলা হয়, এজেন্সি থেকে হজযাত্রীর প্রতিস্থাপনের আবেদন সাবমিট করার সময় হজযাত্রীর মোবাইলে এসএমএস পাঠিয়ে অবহিত করা হবে।
আরআই/টিকে