লন্ডন মাতালেন কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি। বাউল উৎসব লন্ডন-২০২৬ এ গত ১৮ জানুয়ারি লন্ডনের কলোসিয়াম স্যুটে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। বাংলাদেশ থেকে কামরুজ্জামান রাব্বি ছাড়াও অংশগ্রহণ করেছেন সাগর বাউল ও বেলী আফরোজ। এ ছাড়া লন্ডন থেকেই প্রবাসী বাঙালি শিল্পীরা ছিলেন।
তাদের মধ্যে রয়েছেন শারমিন দীপু, বাউল এম হোসেন, সাজ্জাদ নূর, বন্যা তালুকদার, বাউল ইকরাম উদ্দিন ও রানা।
মূলত একটি টিকিট শো হলেও প্রবাসী বাংলাদেশীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে প্রাণবন্ত করে তুলেছে বলে জানান আয়োজকরা।
এ প্রসঙ্গে কামরুজ্জামান রাব্বী বলেন, ‘দারুণ একটা শো শেষ করলাম। লন্ডনের প্রবাসী বাংলাদেশিরা যে গান পাগল সেটা আরেকবার প্রমাণিত হলো।
বাংলা ক্রেজ ইউকের সিইও ফয়সাল আহমেদ ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর শারমীন দীপুর অক্লান্ত পরিশ্রম আর আতিথেয়তার কথা না বললেই নয়। সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি।’
অনুষ্ঠানে লন্ডনে বসবাসরত বাঙালি মিউজিশিয়ানরাই ছিলেন যন্ত্রশিল্পী হিসেবে। তাদের মধ্যে তানিম, হাসান, রিজান ও সম্রাট উল্লেখযোগ্য।
বাংলাদেশ থেকে যোগ দেয়া শিল্পীরা ২২ জানুয়ারি দেশে ফেরার কথা।
আরআই/টিএ