আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
বুধবার (২১ জানুয়ারি) রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন বিএনপির এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সেলিমুজ্জামান বলেন, গোপালগঞ্জের মানুষ একটি বিশেষ দলের প্রতি দুর্বল ছিল এবং আছে। আমি আপনাদের সন্তান হিসেবে বলব- আজকে কিন্তু সেই দলটি নেই, সেই দলের প্রতীকও নেই। আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলেই মুকসুদপুর-কাশিয়ানির কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়ন সম্ভব হবে।
তিনি বলেন, আজ কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার মানুষের একটি সুযোগ আসছে। আপনারা আজ অনেকেই এখানে উপস্থিত আছেন। আপনারা আমার আত্নার আত্নীয়, একই গ্রামের বাসিন্দা। আগামীতে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন তাহলে আমি বলতে পারি- কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার মানুষের বেকার সমস্যা, রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যাবস্থার উন্নয়ন এবং মাদক নির্মুলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব।
খন্দকার তৈয়বুর রহমান সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সহসভাপতি নুরে আলম তোতা, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিক, কাশিয়ানী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, মহেশপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসএস/টিএ