বোকো হারামের হামলায় চাদের ৯২ সেনা নিহত

আফ্রিকার দেশ চাদে সন্ত্রাসী হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন বোকো হারাম। এ হামলায় চাদের ৯২ সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি এ তথ্য নিশ্চিত করেছেন।

চাদের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ২৩ মার্চ দেশটির পশ্চিমে চাদ জোনের দ্বীপ বোমা নামক এলাকায় সেনাদের ওপর বোকো হারাম জঙ্গিরা হামলা চালায়। এতে ৯২ সেনা সদস্য নিহত হন।

জানা গেছে, ওই অঞ্চলটিতে বহুদিন ধরে সন্ত্রাসী সংগঠন বোকো হারামের বিরুদ্ধ লড়াই করে যাচ্ছে চাদ, নাইজেরিয়া ও নাইজারের সেনাবাহিনী। কিন্তু সুযোগ পেলেই বোকো হারাম হামলা করে বসে।

এঘটনার প্রেক্ষিতে চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি বলেছেন, আমরা এর আগে কখনোই একসঙ্গে এত সৈন্য হারায়নি। এটা অনেক বড় আঘাত আমাদের জন্য। তবে আমরা সমুচিত জবাব দেয়ার জন্য প্রতিজ্ঞ।

প্রসঙ্গত, ইদ্রিস ডেবি ১৯৯০ সাল থেকে চাদের শাসন ক্ষমতায় রয়েছেন। দীর্ঘ তিরিশ বছরে তিনি বেশ কয়েকটি বিদ্রোহ ও অভ্যুত্থান দমন করেছেন। আর এসব অতীতের জেরেই বোকো হারাম ইদ্রিস ডেবির বাহিনীর ওপর সুযোগ পেলেই হামলা চালায়। সূত্র: রয়টার্স

 

টাইমস/এসএন

Share this news on: