ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান বলেছেন, মা হলো এই পৃথিবীর সবচেয়ে দামি। যার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। যার মা নেই, সেই একমাত্র বোঝে মা হারানোর যন্ত্রণা।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি।
লায়ন ফারুক রহমানের মায়ের রুহের মাগফিরাত কামনায় ন্যাশনাল ছাত্রমিশন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১৬ জানুয়ারি রাতে বরগুনার পাথরঘাটার কালিবাড়ির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ১০৬ বছর বয়সে ইন্তেকাল করেন লায়ন ফারুক রহমানের মা লাল বানু।
লায়ন ফারুক বলেন, মা হলেন এমন একজন- যিনি অন্য সবার স্থান নিতে পারেন, কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না। একজন বাবা তার সন্তানের জন্য সর্বদা যত্নশীল, কিন্তু একজন মা তার সন্তানের প্রতি সর্বদা প্রেমময়। একজন মায়ের বাহু কোমলতা দিয়ে তৈরি এবং শিশুরা তার মধ্যে নিশ্চিন্তে ঘুমাতে পারে। মা আপনার প্রথম বন্ধু, সেরা বন্ধু, চিরকালের বন্ধু। মায়েরা অল্প সময়ের জন্য তাদের সন্তানদের হাত ধরে রাখে, কিন্তু তাদের হৃদয় চিরকালের জন্য।
ন্যাশনাল ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং মো. সাব্বির আহমেদের সঞ্চালনায় দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, লায়ন ফারুক রহমানের ভাই আ ন ম বজলুর রহমান, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কেন্দ্রীয় সদস্য মো. আনিসুর রহমান, মনিরুল ইসলাম খোকন, আখতারুজ্জামান, ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, মৎস্যজীবী দলের নেতা সুজন সখি, ন্যাশনাল ছাত্রমিশনের ঢাকা মহানগরীর সভাপতি মো. ইমন প্রমুখ।
পিএ/টিএ