ছবি তুলতে গিয়ে হাত কোথায় রাখবেন, মুখ কোন দিকে ঘোরাবেন, হাসবেন নাকি গম্ভীর থাকবেন এই দ্বিধা কমবেশি সবারই থাকে। সম্প্রতি এই চেনা সমস্যার কথাই উঠে আসে জনপ্রিয় কৌতুকাভিনেতা কাপিল শর্মার অনুষ্ঠানে। আর সেখানেই বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন এমন এক সহজ ব্যাখ্যা দেন, যা শুনে দর্শক যেমন হেসেছেন, তেমনি ভালো ছবি তোলার একটি সহজ সূত্রও পেয়ে গেছেন।
অনুষ্ঠানে কাপিল শর্মা জানতে চান, হৃত্বিকের ছবি কেন এত নিখুঁত হয়। উত্তরে হৃত্বিক জানান, ভালো ছবির রহস্য কোনো বিশেষ ভঙ্গিতে নয়, বরং অনুভূতিতে। তাঁর কথায়, ছবি তোলার আগে যে ভাব বা আবেগ দেখাতে চান, সেটাই আগে নিজের ভেতরে অনুভব করতে হবে।
হৃত্বিক রোশন বলেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুধু মুখভঙ্গি বানালেই সুন্দর ছবি আসে না। ছবিতে যদি আত্মবিশ্বাস দেখাতে চান, আগে নিজেকে আত্মবিশ্বাসী ভাবতে হবে। খুশির ছবি চাইলে, মনে আনন্দের অনুভূতি আনতে হবে। কারণ ক্যামেরা আসলে মুখের রেখার চেয়ে মানুষের মনের অবস্থাকেই বেশি ধরতে পারে।
এই প্রসঙ্গে তিনি মজার ছলে বলেন, অনেক সময় ক্যামেরা দেখলেই আমরা অযথা শক্ত হয়ে যাই। তখন ছবিও হয়ে ওঠে কৃত্রিম ও কাঠখোট্টা। কিন্তু নিজেকে একটু স্বাভাবিক রাখলে, ভেতরের অনুভূতিটা সামনে আনলে আলাদা করে পোজ শেখার দরকার পড়ে না।
হৃত্বিকের মতে, চোখ, মুখ আর শরীরের ভঙ্গি সবকিছু আপনাতেই ঠিক হয়ে যায়, যদি অনুভূতিটা সত্যি হয়। ছবি তোলার আগে নিজেকে শুধু এটুকু জিজ্ঞেস করলেই যথেষ্ট, আপনি কী অনুভব করতে চান। সেই ভাবটা কয়েক সেকেন্ড মনে ধরে রেখে তারপর ক্যামেরার দিকে তাকালেই কাজ শেষ।
অনুষ্ঠানে এই কথাগুলো শুনে দর্শকরা যেমন হাসিতে ফেটে পড়েন, তেমনি অনেকেই বুঝে যান—ভালো ছবি কোনো জাদু নয়, এটা আসলে মনের খেলা। সামাজিক যোগাযোগমাধ্যমের এই সময়ে সবাই নিখুঁত ছবি চাইছেন। কিন্তু হৃত্বিক রোশনের বক্তব্য মনে করিয়ে দিচ্ছে, নানা কৌশল বা কোণের চেয়েও শক্তিশালী হলো মানুষের সত্যিকারের অনুভূতি।
পরের বার ছবি তুলতে গিয়ে ভঙ্গি নিয়ে অযথা চিন্তা না করে একবার নিজের মনের দিকে তাকালেই হয়তো ক্যামেরাই আপনাকে অনুসরণ করবে।
এমকে/এসএন