কাজে গিয়ে দুবাইতে গৃহবন্দী সুজানা!

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন সারাবিশ্বে এক ভয়ংকর আতঙ্কের নাম। পৃথিবীর প্রায় ১৯৯ টি দেশে হানা দিয়েছে এই ভাইরাসটি। এরই মধ্যে এই ভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ৮০৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে চলতি মাসে বাংলাদেশেও হানা দিয়েছে করোনাভাইরাস। দেশটিতে এরই মধ্যে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৯ জন।

তাই করোনাভাইরাস মোকাবিলার লক্ষ্যে সরকার সারা দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া বন্ধ রয়েছে সব আন্তর্জাতিক ফ্লাইট ও অভ্যন্তরীণ ফ্লাইট।

ঠিক এমন সময় বিদেশে আটকা পড়েছেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। দেশটিতে ব্যবসায়িক কাজে গিয়েছিলেন তিনি। তবে এসময় সব রকম ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি। দেশে ফিরতে পারেননি। তাই দুবাই-তে গৃহবন্দী হয়ে আছেন সুজানা।

এই প্রসঙ্গে গতকাল মেসেঞ্জারে বাংলাদেশ টাইমস প্রতিনিধিকে সুজানা বলেন, ‘আসলে বলারও কিছু নেই। সারা বিশ্বই এখন মহামারিতে আক্রান্ত। আমি ভেবেছিলাম কাজ শেষ করে দেশে ফিরে যাব। কিন্তু সেই সুযোগ পেলাম না। দুবাইতে সব ফ্লাইট বন্ধ করোনা আতঙ্কে। বাংলাদেশেও বন্ধ। তবে আমি ভালো আছি। সবার কাছে দোয়া চাই। আমিও সবার জন্য দোয়া করি যেন আমাদের দেশে খারাপ কিছু না ঘটে। আল্লাহ সহায়।’

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ