বিএনপি ছাড়া দেশটাকে কেউ এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম ও শোল টহরি বাজারে নির্বাচনী প্রচারণায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা ছাড়া দেশটাকে কেউ এগিয়ে নিতে পারবেনা। অতিত অভিজ্ঞতা থেকে বলছি। আর কেউ নেই এখন। তাই আগামী নির্বাচনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিবেন। আমরা উন্নয়নের কাজগুলো করব। সবশেষ কথা হচ্ছে মার্কাটা হচ্ছে ধানের শীষ।’
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক দেশ হিসেবে রুপান্তর করতে চাইলে সবাইকে ভোট দিতে হবে। আমরা ভোটের জন্য লড়াই সংগ্রাম করেছি। তাই দেশকে রক্ষা করতে হবে।’
নির্বাচনী প্রচারণায় মির্জা ফখরুল লিফলেট বিতরণ সহ ভোটারদের সাথে কুশল বিনিয়ম করেন। এলাকার উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দেন ভোটারদের। এসময় জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরআই/টিকে