লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৩ জানুয়ারি) ভোরে তাকে আটক করে নিয়ে যায়।
আটক যুবকের নাম রাশেদুল ইসলাম (২৫)। তিনি পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের পশ্চিম জমগ্রাম গ্রামে মো. আব্দুস সামাদের ছেলে।
বিজিবি জানায়, শনিবার ভোরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধীন ডাংগাটারী বিওপির সীমান্ত পিলার ৮০১/১১ এস-এর জমগ্রাম এলাকা দিয়ে রাশেদুল ইসলাম অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের ৩০ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, সীমান্ত পিলারের কাছ দিয়ে তিনি ভারতে প্রবেশ করছিলেন। বিষয়টি টের পেয়ে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়।
এ বিষয়ে পাটগ্রাম ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন ওই যুবক। তাকে ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।
এসকে/টিকে