ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্ষুদ্র ও ভাসমান দোকানকে কেন্দ্র করে চাঁদাবাজি, ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ তুলে ডাকসু প্রতিনিধি এবং প্রশাসনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।
রোববার (২৫ জানুয়ারি) শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের স্বাক্ষরিত একটি লিখিত আবেদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ দাবি জানানো হয়।
অভিযোগপত্রে বলা হয়, গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত ‘বিতর্কিত’ ডাকসু নির্বাচনের পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায় গড়ে ওঠা ভাসমান দোকানগুলোকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ সামনে আসছে।
অভিযোগ অনুযায়ী, কিছু বিতর্কিত ডাকসু প্রতিনিধি প্রশাসনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগসাজশে চাঁদাবাজির একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। সিন্ডিকেটের বাইরে থাকা দোকানগুলোর বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভাঙচুর ও উচ্ছেদ চালানো হচ্ছে বলেও দাবি করা হয়।
ছাত্রদলের পক্ষ থেকে আরও বলা হয়, বিষয়টি প্রকাশ্যে আসার পর দায় এড়াতে সংশ্লিষ্ট ডাকসু প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ ছড়াচ্ছে। একই সঙ্গে ক্যাম্পাসে সহিংস মব তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ক্ষেত্রে প্রায় দেড় মাস আগের একটি ভিডিও ভিন্ন প্রেক্ষাপটে সম্পাদনা করে অনলাইনে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগও তোলা হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ৫ আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলার কোনো নৈতিক ভিত্তি নেই। এ পরিস্থিতিতে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
ছাত্রদলের দাবির মধ্যে রয়েছে- ক্যাম্পাসে ক্ষুদ্র ব্যবসা ও দোকান পরিচালনার বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও তা কার্যকরভাবে প্রচার করা এবং চাঁদাবাজি, দোকান ভাঙচুর ও উচ্ছেদের সঙ্গে জড়িত বিতর্কিত ডাকসু প্রতিনিধি কিংবা প্রশাসনের যে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ।
লিখিত আবেদনে আরও বলা হয়, রোববার রাত ৮টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে অভিযুক্ত ডাকসু প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাতে ঢাবি ক্যাম্পাসের ভাসমান দোকানে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল ও জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতার নাম প্রকাশ্যে আনেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।
এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের নেতৃত্বে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন। পরে রাত দেড়টার দিকে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে প্রতিবাদ জানিয়ে শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও বিক্ষোভ করেন।
এসএস/টিকে