নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা পরবর্তী সরকারের সঙ্গে গতিশীল অংশীদারত্ব এবং ইতিবাচক সম্পৃক্ততা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনে।
রোববার (২৫ জানুয়ারি) কূটনৈতিক সম্পর্কের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত এ কথা বলেন।
আলেকজান্ডার খোজিন বলেন, বছরের পর বছর ধরে আমাদের দেশগুলো বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং উভয় দেশের সুবিধার জন্য গঠনমূলক সহযোগিতার ভিত্তিতে একটি সম্পর্ক গড়ে তুলেছে। সোভিয়েত ইউনিয়ন প্রথম নতুন সার্বভৌম প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয় এবং বাংলাদেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করে।
তিনি বলেন, আজকাল আমাদের দেশগুলো শক্তি, বাণিজ্য, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে বহুমুখী অংশীদারত্ব উপভোগ করছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। আমাদের দেশ কৃষি, ভালো খাদ্য এবং সারের মতো নির্দিষ্ট পণ্যগুলোর শীর্ষ সরবরাহকারী। এই সপ্তাহে রাশিয়া বন্ধুত্ব এবং সংহতির ইঙ্গিত হিসেবে বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, আমাদের প্রধান প্রকল্প হচ্ছে, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ। রাশিয়ান ঠিকাদার কঠোর সুরক্ষা, মান এবং পরিবেশগত প্রয়োজনীয়তা অনুসরণ করে সবচেয়ে উন্নত প্রকৌশল সমাধান ব্যবহার করে। একবার কমিশন হয়ে গেলে, রূপপুর গ্রিডে অতিরিক্ত ২ হাজার ৪০০ মেগাওয়াট সরবরাহ করে জাতীয় শক্তি সুরক্ষার স্থিতিশীলতায় অবদান রাখবে।
রাষ্ট্রদূত বলেন, আমাদের দেশগুলো দ্বিপক্ষীয় ভিত্তিতে এবং বিভিন্ন বহুপাক্ষিক প্ল্যাটফর্মে রাজনৈতিক আলোচনা চালিয়ে যায়। বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা বিষয়ক আন্তঃসরকার রাশিয়ান বাংলাদেশ কমিশন আমাদের বাণিজ্যিক সম্পর্কের অব্যাহত অগ্রগতিতে অবদান রাখে। সাংস্কৃতিক এবং শিক্ষাগত মিথস্ক্রিয়ায় রাশিয়ান হাউস ছিল প্রথম বিদেশি সাংস্কৃতিক কেন্দ্র, যা ঢাকায় তার দরজা খুলে দেয়।
তিনি বলেন, প্রতি বছর রাশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বৃত্তি বরাদ্দ করে থাকে। একটি বিশাল আগ্রহের কারণে, পরবর্তী শিক্ষাবর্ষের জন্য আবেদনকারীদের জন্য স্থানের সংখ্যা ২০০তে উন্নীত করা হয়েছে, যা একটি ঐতিহাসিক পরিসংখ্যান।
এমআই/এসএন