লিবিয়ার ত্রিপোলি সরকার মার্কিন কনোকোফিলিপস ও ফ্রান্সের টোটালএনার্জিসের সঙ্গে ২৫ বছরের তেল উন্নয়ন চুক্তিতে স্বাক্ষর করেছে, যা দেশটির স্টেট-ওয়াহা অয়েল কোম্পানির উৎপাদন প্রায় দ্বিগুণ করতে সহায়তা করবে।
ওয়াহা বর্তমানে দিনে প্রায় ৩৫ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে এবং এই চুক্তির মাধ্যমে এটি ৮৫ লাখ ব্যারেল উৎপাদনে উন্নীত হবে। চুক্তিতে চারটি নতুন তেলক্ষেত্র এবং ১৯টি কনসেশন এলাকায় অনুসন্ধান কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল-দেবেইবা আশা প্রকাশ করেছেন যে আগামী ২৫ বছরে এ চুক্তি থেকে অন্তত ৩৭৬ বিলিয়ন ডলার রাজস্ব আসবে।
একই সঙ্গে ত্রিপোলি সরকার চেব্রন ও মিশরের সঙ্গে তেল অনুসন্ধান ও উৎপাদন সংক্রান্ত সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছে। চুক্তি ও সমঝোতা সমাপন করা হয়েছে তেল ও অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আরব ও আফ্রিকা বিষয়ক সিনিয়র উপদেষ্টা মাসাদ বুলুস উপস্থিত ছিলেন। লিবিয়ার তেল, যা আফ্রিকার সর্বোচ্চ রিজার্ভের মধ্যে অন্যতম, আন্তর্জাতিক বিনিয়োগের জন্য আকর্ষণীয়।
এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, ভূ-রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ এটি ফ্রান্স ও মার্কিন সরকারের দেবে ত্রিপোলি সরকারের প্রতি আস্থা প্রদর্শন করছে। ২০১১ সালের গণতান্ত্রিক বিপ্লব ও গাদ্দাফি উৎখাতের পর লিবিয়ার তেল খাতে আন্তর্জাতিক বিনিয়োগ হ্রাস পেয়েছিল। বর্তমানে দেশটি ত্রিপোলি সরকার এবং পূর্ব লিবিয়ার খলিফা হাফতারের মধ্যে বিভক্ত, যেখানে হাফতারের সঙ্গে সংযুক্ত শক্তি ও বিদেশি অংশীদারদের সমর্থন রয়েছে। নতুন চুক্তি ও সমঝোতা এই বিভাজন কিছুটা দূর করে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সুযোগ তৈরি করেছে।
আইকে/এসএন