পর্যটন খাতে নতুন মাইলফলক স্পর্শ করলো জাপান। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রথমবারের মতো জাপানে ভ্রমণকারী বিদেশি পর্যটকের সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে। দুর্বল ইয়েন ও কোভিড-পরবর্তী সময়ে আন্তর্জাতিক ভ্রমণ স্বাভাবিক হওয়ায় এই প্রবৃদ্ধি বলে মনে করা হচ্ছে।
পর্যটন খাতে নতুন আশার আলো দেখছে সূর্যোদয়ের দেশ জাপান। ২০২৫ সালে দেশটিতে আগত বিদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৭ লাখে, যা জাপানের পর্যটন ইতিহাসে সর্বোচ্চ। সীমান্ত পুরোপুরি খুলে দেয়া, আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানো এবং দুর্বল ইয়েনের কারণে জাপান বিদেশিদের কাছে সাশ্রয়ী গন্তব্যে পরিণত হওয়ায় এই রেকর্ড প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
করোনা মহামারির সময় জাপানের পর্যটন খাত সবচেয়ে বড় ধাক্কা খায়। আন্তর্জাতিক ভ্রমণ প্রায় বন্ধ থাকায় বিদেশি পর্যটকের সংখ্যা তলানিতে নেমে যায়। তবে ২০২৪ সাল থেকে খাতটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে। ওই বছর ৩ কোটি ৬৮ লাখের বেশি বিদেশি পর্যটক জাপান ভ্রমণ করেন, যা মহামারির আগের সব রেকর্ড ভেঙে দিয়ে ২০২৫ সালের নতুন সাফল্য গড়ে।
ইতিবাচক অগ্রগতির মধ্যেও একটি উদ্বেগজনক দিক সামনে এসেছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে চীন থেকে আসা পর্যটকের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কমেছে। চীন জাপানের অন্যতম বড় পর্যটন বাজার হওয়ায় এই পতনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
চীনা পর্যটকের সংখ্যা হ্রাসের কারণগুলো নিয়ে জাপান সরকার বিস্তারিত পর্যালোচনা করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং তাদের আস্থা পুনরুদ্ধারে কূটনৈতিক যোগাযোগ জোরদারসহ বিভিন্ন পর্যটন প্রচারণা ও নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, ভবিষ্যতে সব দেশ থেকেই পর্যটকের আগমন বাড়ানো।
এসকে/এসএন