শক্তিশালী ঝড়ের আঘাতে পর্তুগালে প্রাণহানি ৫, বিদ্যুৎহীন সাড়ে ৮ লক্ষাধিক মানুষ

পর্তুগালে আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ‘ক্রিস্টিন’। প্রবল এই ঝড়ের তাণ্ডবে ইউরোপের এই দেশটির মধ্য ও উত্তরাঞ্চলে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। বন্যা, ভূমিধস ও বিধ্বংসী ঝড়ো হাওয়ায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছেন সাড়ে ৮ লাখেরও বেশি মানুষ। এতে করে তাদের স্বাভাবিক জীবন কার্যত থমকে গেছে। এছাড়া ঝড়ের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, পর্তুগাল সরকার এই ঝড়কে ‘জলবায়ুজনিত চরম ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে। ঝড়ের কারণে বহু স্কুল বন্ধ রাখা হয়েছে, ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সারা দেশে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়া উপকূলীয় শহর ফিগুয়েইরা দা ফোজে একটি ফেরিস হুইল উল্টে গেছে। সেখানে একটি ভবনের ছাদ উড়ে গিয়ে কয়েকটি গাড়ির ওপর পড়ার পর ক্ষয়ক্ষতি হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

মূলত গত কয়েক দিনে একের পর এক ঝড়ের মুখে পড়েছে পর্তুগাল। এর আগে সপ্তাহান্তে আরেকটি ঝড়ে বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ায় একজনের মৃত্যু হয়।

সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও টানা ভারী বৃষ্টির কারণে দেশজুড়ে তিন হাজারের বেশি দুর্যোগসংক্রান্ত ঘটনা ঘটেছে। অনেক মানুষ গাছ বা ধ্বংসাবশেষের আঘাতে আহত হয়েছেন।

সবচেয়ে শক্তিশালী বাতাস রেকর্ড করা হয় লেইরিয়ার মন্টে রিয়াল বিমানঘাঁটিতে, যেখানে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৭৮ কিলোমিটার। ঝড়ের তীব্রতায় সেখানে পর্যবেক্ষণ যন্ত্র ধ্বংস হয়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, মূল ভূখণ্ডে ঝড়টির প্রবেশপথ সম্ভবত এ এলাকাই ছিল।

বিদ্যুৎ বিতরণ সংস্থা ই-রেডেস জানিয়েছে, বুধবার এই ঝড়ের কারণে আট লাখ পঞ্চাশ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন।

সিভিল প্রোটেকশন সংস্থা এএনইপিসি জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লেইরিয়া জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। সেখানে একজন ধাতব পাতের আঘাতে নিহত হন এবং আরেকজন একটি বাড়ির কাঠামোর নিচে চাপা পড়েন। স্থানীয় গণমাধ্যম জানায়, ভিলা ফ্রাঙ্কা দে শিরা এলাকায় একটি গাছ গাড়ির ওপর পড়লে একজনের মৃত্যু হয়।

মারিনহা গ্রান্দে এলাকাতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ঝড়ের কারণে পর্তুগালজুড়ে পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। লিসবন থেকে উত্তরের প্রধান মহাসড়কসহ বহু সড়ক ও রেলপথ ধ্বংসাবশেষে বন্ধ হয়ে গেছে।

সমুদ্র উত্তাল থাকায় বুধবার উপকূলীয় ১০টি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়। পর্তুগিজ ইনস্টিটিউট অব দ্য সি অ্যান্ড অ্যাটমোসফিয়ার (আইপিএমএ) জানিয়েছে, কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা ১৪ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পাবলিক সিকিউরিটি পুলিশ (পিএসপি) কোইমব্রা ও লেইরিয়ার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছে। এদিকে সিভিল প্রোটেকশনের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বলেছেন, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে লেইরিয়ার মেয়র গনসালো লোপেস সরকারকে জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের বহু স্থান পুরোপুরি তছনছ হয়ে গেছে। আগামী কয়েক মাসে এই ক্ষতি কাটিয়ে উঠতে বিশাল পুনর্গঠন প্রচেষ্টা লাগবে। শহরের ওপর এর প্রভাব যেন বোমা পড়ার মতো, ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।’

এদিকে পর্তুগাল অতিক্রম করার পর ঝড় ‘ক্রিস্টিন’ পূর্বদিকে সরে গিয়ে স্পেনে প্রবেশ করে। ফলে স্পেনেও ঝড়ের প্রভাবে দেশজুড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। স্কুল, সড়ক ও রেললাইন বন্ধ হয়ে গেছে এবং লাখো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আন্দালুসিয়ায় জরুরি পরিষেবাগুলো প্রায় দুই হাজার দুর্যোগসংক্রান্ত ঘটনার খবর দিয়েছে।

স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এএমইটি সতর্ক করে জানিয়েছে, কিছু এলাকায় বাতাসের গতি হারিকেনের মতো শক্তিশালী হতে পারে। দক্ষিণ-পূর্বাঞ্চলের আলমেরিয়ার কিছু অংশে ঝড়ের তীব্রতার কারণে রেড অ্যালার্টও জারি করা হয়েছে।

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ নিহত ১৫ Jan 29, 2026
img
বাংলাদেশের মানবপাচার প্রতিরোধ অধ্যাদেশের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন Jan 29, 2026
img
৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত Jan 29, 2026
img
অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে মমতার মন্তব্যে চটেছেন কঙ্গনা Jan 29, 2026
img
ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ Jan 29, 2026
img
কারাগারে অবৈধ ফোন ব্যবহারে ৩০০ কর্মীর শাস্তি Jan 29, 2026
img
সোনারগাঁ উপজেলা যুবদলের ৪ নেতা বহিষ্কার Jan 29, 2026
img
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রধান উপদেষ্টা Jan 29, 2026
img
আবারও ট্রলের শিকার দিলজিৎ দোসাঞ্জ Jan 29, 2026
img
ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ব্যবহারে খরচ হবে টাকা! Jan 29, 2026
img
বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত Jan 29, 2026
img
চাঁদপুরে উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত Jan 29, 2026
img
অজিত পাওয়ারের শেষকৃত্য আজ Jan 29, 2026
img
ঋণ খেলাপিদের নাম ও ছবি প্রকাশের অনুমতি চায় ব্যাংকগুলো Jan 29, 2026
img
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি Jan 29, 2026
img
নাগরিকদের পাকিস্তান ভ্রমণে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের Jan 29, 2026
img
স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল ১৬২১৩ টাকা Jan 29, 2026
img
ইরানে বড় হামলা চালাতে পারে ট্রাম্প Jan 29, 2026
img
সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্র টানেলের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান! Jan 29, 2026
img
দেশকে চালানোর জন্য জামায়াতের নেতৃত্ব নেই : পার্থ Jan 29, 2026