বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও দলের ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, ভোটের অধিকার রক্ষায় জনগণই শেষ ভরসা। যে কোনো ষড়যন্ত্র, ইলেকশন ইঞ্জিনিয়ারিং জনগণের শক্তির কাছে টিকতে পারবে না। জনগণের ভোটই সব ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) জুম্মা নামাজ শেষে রাজধানীর বাড্ডা এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, আমি সোসাইটি ভিত্তিক সমাজ গঠনে বিশ্বাস করি। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ, ভিন্নমতের রাজনৈতিক কর্মী এবং বিশেষ করে তরুণ ছাত্র সমাজকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই। তিনি বলেন, তরুণরাই আগামীর নেতৃত্ব, তাদের শক্তিকে কাজে লাগাতে না পারলে সমাজ কিংবা রাষ্ট্র এগোতে পারে না।
ঢাকা-১১ আসনের উন্নয়ন ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আমি জনগণের কাছে যে অঙ্গীকার করছি-এই এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। এটি কোনো নির্বাচনী স্লোগান নয়, এটি আমার দৃঢ় প্রতিশ্রুতি। আমি নির্বাচিত হয় বা না হয় এই কাজ করেই যাব, ইনশাআল্লাহ। জনগণকে সঙ্গে নিয়েই তা বাস্তবায়ন করবো।
বিগত ১৭ বছরের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. কাইয়ুম বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা, নির্যাতন ও দমন-পীড়ন চালানো হয়েছে। কিন্তু এত নিপীড়নের পরও বিএনপি মাথা নত করেনি, জনগণের অধিকার নিয়ে কখনও আপোস করেনি। এই লড়াই ছিল আমাদের রাজনীতির শক্তি।
নির্বাচন নিয়ে আশঙ্কার কথা উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, বর্তমানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ বলছে, ভোট না পেলেও ফলাফল পাল্টে দেওয়া হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন,আমরা এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। শেখ হাসিনার আমলের মতো যদি আবার ভোটবিহীন নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সেই নির্বাচন প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, বহু বছর পর এ দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবেন এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
ড. এম এ কাইয়ুম বলেন, জনগণের ভোটই সব ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকবে। কোনো প্রশাসনিক কৌশল, কোনো কালো টাকা, কোনো ভয়ভীতি জনগণের রায়কে হারাতে পারবে না। তিনি বিশ্বাস করেন, ঢাকা-১১ আসনে ধানের শীষের বিজয় সময়ের ব্যাপার মাত্র।
বক্তব্যের শেষে ড. কাইয়ুম বলেন, এই নির্বাচন শুধু একজন প্রার্থী বেছে নেওয়ার নয়-এই নির্বাচন গণতন্ত্র, ভোটাধিকার ও ভবিষ্যৎ বাংলাদেশের নির্বাচন। জনগণ জাগ্রত হলে কোনো শক্তিই তাদের রুখতে পারবে না।
কেএন/টিকে